আন্তর্জাতিকখবর

জর্ডানে ভবন ধসে ৫ জনের মৃত্যু

1
জর্ডানে ভবন ধসে ৫ জনের মৃত্যু

জর্ডানের রাজধানী আম্মানে একটি চারতলা আবাসিক ভবন ধসে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে।

এ বিষয়ে দেশটির নিরাপত্তা মুখপাত্র আমের আল-সারতাউয়ি এক বিবৃতিতে বলেছেন, শহরের জাবাল আল-ওয়েইবদেহ জেলায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন এবং আহত ১৪ জন। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক নিরাপত্তা কমান্ড এবং জেন্ডারমেরির (মিলিটারি পুলিশিং বাহিনী) সদস্যরা উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

সঠিক পরিসংখ্যান প্রদান না করে সিভিল ডিফেন্স সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ‘ধ্বংস হওয়া ভবনে অনেক লোক আটকে পড়ে আছে।’

সরকারি মুখপাত্র ফয়সাল আল-শাবুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সরকার আম্মানের মেয়র ও অন্যান্য কর্মকর্তাদের খাসাওনেহতে ভবন ধসের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

এদিকে জর্ডানের উপ-প্রধানমন্ত্রী তৌফিক ক্রিশান রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন যে ‘ভবনটি ধসে পড়ার কারণগুলির মধ্যে এটি পুরানো এবং জরাজীর্ণ’।

কেমন ছিলো ‘রাফিজাস ক্লোজেট’-এর যাত্রা শুরুর গল্প?

Previous article

২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ জর্ডানে ভবন ধসে ৫ জনের মৃত্যু […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *