আন্তর্জাতিকখবরশীর্ষ সংবাদ

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ

0
জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির নতুন খসড়ায় বাধা দিয়েছে রাশিয়া

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দুই প্রধান দেশ ভারতের অবস্থান ১৩২ ও পাকিস্তানের অবস্থান ১৬১তম।

আজ বৃহস্পতিবার ইউএনডিপির প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২২’–এ এই চিত্র উঠে এসেছে।

এবারের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯। এর আগে ২০২০ সালের করা প্রতিবেদনে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। আর এ বছর ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১২৯তম অবস্থানে।

মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। দেশটি বর্তমানে ৭৩তম।

ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫তম। ২০১৮ সালে বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে আগের বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ১৩৬তম স্থান অর্জন করে বাংলাদেশ। এবারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতি মধ্যম সারির।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ১৪৩, ভুটান ১২৭, মালদ্বীপ ৯০ ও আফগানিস্তান ১৮০তম অবস্থানে আছে।

অবশ্য ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে। অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে।

“Student to Queen” শীর্ষক ওয়েবিনার সিরিজ শুরু করতে যাচ্ছে “On The Way”

Previous article

মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *