আন্তর্জাতিকখবর

জাপান চষে বেড়াচ্ছে টাইফুন ‘নানমাদল’; যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাত

0
জাপান চষে বেড়াচ্ছে টাইফুন 'নানমাদল'; যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাত

টাইফুন ‘নানমাদল’ জাপানের রাজধানী টোকিওতে আঘাত হানার পর এটি আরও শক্তি সঞ্চয় করে বুধবার নাগাদ দেশটির প্রধান দ্বীপ হোনশু অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এর প্রভাবে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

টাইফুনের কারণে দেশটিতে প্রবল বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বাতিল করা হয়েছে ট্রেন, ফেরি ও বিমান চলাচল।

অন্যদিকে শক্তিশালী হারিকেন ‘ফিওনা‘র আঘাতে যুক্তরাষ্ট্রের পুয়ের্তা রিকো দ্বীপে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন দ্বীপটির অন্তত ৩৩ লাখ মানুষ।

রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে দ্বীপটিতে আঘাত হানে শক্তিশালী হারিকেন ফিওনা। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ মাইল।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, হারিকেন ফিওনার উৎপত্তিস্থল পুয়ের্তো রিকোর পশ্চিম উপকূলে মায়াগুজের ১৫ মাইল দক্ষিণে।

আরও পড়ুন: নর্ড স্ট্রিম ২ না খুললে গ্যাস পাচ্ছে না ইউরোপ

হারিকেনের কারণে বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল। এর প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দ্বীপটি।

আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, হারিকেনের কারণে দ্বীপটিতে বন্যা ও ভূমিধস হতে পারে। ফিওনার প্রভাবে ১২-১৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এমনকি দ্বীপের পূর্ব ও দক্ষিণাঞ্চলজুড়ে হতে পারে বৃষ্টিও।

ক্ষয়ক্ষতি কমাতে সোমবার পর্যন্ত সরকারি স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) নাগাদ হারিকেন ফিওনা ডোমিনিক প্রজাতন্ত্রে আঘাত হানতে পারে বলে। জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বরগুনায় অনির্দিষ্টকালের ধর্মঘট, ঢাকা রুটের বাস বন্ধ

Previous article

চলতি অর্থবছরে বেড়েছে ভুট্টা আমদানি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *