ই-কমার্সউদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেতৃত্ব : নওরীন পেলেন ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা

1
global for uj

বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে আধুনিক ব্যবসায়িক কাঠামোয় রূপান্তর করে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলেছেন হোসনেআরা নূরী নওরীন। নারী নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই ব্যবসার মডেলে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন “গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর–গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫”-এর ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ পুরস্কার। সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

নওরীন প্রতিষ্ঠা করেছেন ‘নওরীনস মিরর’ এবং ‘জামদানি এক্সপ্রেস’—যেগুলো নারীর ফ্যাশন এবং বাংলার ঐতিহ্যবাহী জামদানিকে আধুনিক ব্যবসায়িক কাঠামোয় রূপ দিয়েছে। তার নেতৃত্বে গঠিত জামদানি ডেভেলপমেন্ট সেন্টার (জেডিডিসি) জামদানি শিল্পে নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। global body ujজামদানি শিল্প, যা ২০১৩ সালে ইউনেস্কোর ‘Intangible Cultural Heritage of Humanity’ হিসেবে স্বীকৃতি পেয়েছে, বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে  নওরীনের মতো উদ্যোক্তাদের প্রচেষ্টায় এই শিল্পে নতুন প্রাণ সঞ্চার হচ্ছে। তিনি বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়; এটি আমার টিম, আমার কারিগর ভাইবোনদের এবং দেশের প্রতিটি নারীর যারা প্রতিনিয়ত সংগ্রাম করে নিজেদের স্বপ্ন গড়ছেন।”

এই অর্জনের মাধ্যমে নওরীন দেশের উদ্যোক্তা খাতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন, যেখানে ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে সমান গুরুত্বপূর্ণ স্থানে।

উজা/মাসুদুজ্জামান রাসেল

সুখী মানুষ বেশি দিন বাঁচে : ওয়ারেন বাফেট

Previous article

নারী নেতৃত্বে নতুন দিগন্ত : হোসনেআরা নূরী নওরীন পেলেন ‘জয়ী অ্যাওয়ার্ড’

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেত… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *