শিক্ষা জার্মানির ভিসা পেতে ৪০ বছর সময় লাগতে পারে বাংলাদেশীদের! By নিজস্ব প্রতিবেদক April 6, 20250 ShareTweet 0 বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ভিসা পেতে এখন দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ভবিষ্যতে এই অপেক্ষার সময় ৪০ বছরেও পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভিসা আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবেদন প্রক্রিয়া ধীরগতির হয়ে পড়েছে। যদিও ঢাকায় জার্মান দূতাবাসে ভিসা প্রক্রিয়ায় জনবল ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, তা এখনও চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ বিষয়ে রাষ্ট্রদূত জানান, জার্মানি বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সবসময়ই স্বাগত জানায়। তবে অতিরিক্ত চাপের কারণে এখন অনেককেই বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। তাই তিনি শিক্ষার্থীদের বিকল্প গন্তব্য ও সুযোগ নিয়েও ভাবার পরামর্শ দিয়েছেন। আরও পড়ুনঃ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং নূর ট্র্যাভেল করপোরেশন : উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা দূতাবাস সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ১,৭২৩ শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসা দেয়া হয়েছে, যেখানে ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৮৫৩। অর্থাৎ ছয় বছরে শিক্ষার্থী ভিসা সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এছাড়া পরিবার পুনর্মিলন ক্যাটাগরিতেও ভিসা সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০১৮ সালে এই ক্যাটাগরিতে ৪১৫টি ভিসা ইস্যু করা হলেও ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৮৯৪-এ। চাহিদা বাড়তে থাকায় দূতাবাস জনবল বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেছেন, যেন তারা বিকল্প সম্ভাবনার দিকেও মনোযোগ দেন। উজা/মাসুদুজ্জামান রাসেল
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং নূর ট্র্যাভেল করপোরেশন : উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা March 18, 20251
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231908 views