বিজ্ঞান

জীবন্ত মঙ্গল গ্রহ!

0
mngl

মঙ্গলপৃষ্ঠে নড়েচড়ে বেড়াচ্ছে বোল্ডার। তা দেখে তাজ্জব বিজ্ঞানীরা! তারা বলছেন, মঙ্গল এখন জীবন্ত! আহমেদাবাদের দ্য ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি বিজ্ঞানীরা মঙ্গলপৃষ্ঠে নড়তে-চড়তে থাকা পাথরখণ্ড দেখে বিস্মিত ও আশান্বিত। তাদের এক অংশের প্রাথমিক অনুমান, লাল গ্রহে মানব-প্রেরিত রোভার ইত্যাদি যন্ত্রের চলাচলের কারণে নড়েচড়ে যেতেই পারে মঙ্গলপৃষ্ঠের পাথরখণ্ড।

তবে তাদের সার্বিক সিদ্ধান্ত এর পিছনে রয়েছে স্বাভাবিক প্রাকৃতিক শক্তি। মানুষ ইদানীং যে চিন্তা করছে, কোনও একদিন তারা মঙ্গলে উপনিবেশ গড়বে, সেই চিন্তা এর ফলে আরও যুক্তিযুক্ত হতে চলেছে বলেই তারা জানান। সম্প্রতি মঙ্গলে ভূমিকম্পও হয়েছে। তজ্জনিত কারণেই কোথাও কোথাও এই ওলট-পালটের চিহ্ন। এই সূত্রে আহমেদাবাদের ‘দ্য ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি’র বিজ্ঞানী ডক্টর এস বিজয়ন জানান, মঙ্গল এখন সক্রিয়!

যখন বোল্ডার সচল হয় এবং গড়িয়ে যায় তখন তার প্রত্যেক আঘাতে মঙ্গলভূমির উপরের স্তর, যাকে ‘রেগলিথ’ বলে তার উপর দাগ পড়ে। এবারে যেমন মঙ্গলপৃষ্ঠে ‘ঠ’ আকৃতির একটা প্যাটার্ন দেখা গিয়েছে। প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ৪ হাজার ৫০০ এরকম ট্র্যাক ধরা পড়েছে। মঙ্গলের যে-অংশে এগুলি ধরা পড়েছে, তার নাম ‘সারবিরাস ফসা’। বিজ্ঞানীরা ওই ট্র্যাকগুলির প্রসঙ্গে বলেছেন, এর অর্থ, সম্প্রতি গ্রহটি প্রাণ ফিরে পেয়েছিল।

বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলগাত্রে এরকম অনেক দাগ ধরা পড়ে। কিছু দাগ তো কয়েক দশকের পুরনো। কিছু দাগ মুছে যায়। নতুন দাগ তৈরি হয়। এই ট্র্যাক দেখে বোঝা গিয়েছে, এগুলো সাম্প্রতিক।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

নাকফুল নিয়ে পর্দায় হাজির হচ্ছেন রোশান-পূজা

Previous article

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *