তথ্য ও প্রযুক্তি

‘জুম’ এবার ই-মেইল সেবা নিয়ে আসছে

1
zoom 1

করোনাকালীন সময়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা জুম এবার ব্যবহারকারীদের জন্য ই-মেইল সেবা চালু করছে। চলতি বছরের শেষে এই ফিচার উন্মুক্ত হতে পারে।

জি-মেইল বর্তমানে ভিডিও কল ও ই-মেইল একসাথে সেবা দিচ্ছে। গুগল ২০১৮ সালের এক প্রতিবেদনে জানিয়েছিলো, বিশ্বজুড়ে ১.৫ বিলিয়ন অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে জি-মেইলের।

লিটমাস এর পরিসংখ্যান অনুসারে, মেইলের ক্ষেত্রে জি-মেইলের চেয়েও বেশি ব্যবহারকারী রয়েছে অ্যাপেল ই-মেইলে। প্রায় ৫৭.৭২ শতাংশ মার্কেট শেয়ার তাদের। যেখানে জি-মেইলের রয়েছে ২৯.৪৩ শতাংশ মার্কেট শেয়ার। মাইক্রোসফট আউটলুকের রয়েছে ৪.৩৩ শতাংশ মার্কেট শেয়ার।

আরও পড়ুনঃ উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে পুরো দেশকে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুম তাদের ই-মেইল ও ক্যালেন্ডার প্ল্যাটফর্মের নাম রাখতে চলছে জেড-মেইল ও জেড-ক্যাল এমনটাই শোনা যাচ্ছে। জানা গেছে, প্রায় দু’বছর ধরে এই পরিষেবার উপর কাজ করছে জুম।

পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে, এই বছরের নভেম্বরে জুমটোপিয়া কনফারেন্স এই দুই পরিষেবা সংক্রান্ত তথ্য অথবা এই দুই প্ল্যাটফর্ম উন্মোচন করতে পারে জুম।

বিশ্ব পর্যটন দিবস আজ

Previous article

পরীক্ষামূলকভাবে গ্রহাণুতে আঘাত হেনেছে মহাকাশযান

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *