তথ্য ও প্রযুক্তিবিজ্ঞান

জেমস ওয়েবের ছবিতে তারার আলো

0
jmsw

নাসার নতুন স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব প্রথম ছবি পাঠাল । তাতে দেখা যায় ২৫৮ আলোকবর্ষ দূরে একটি তারার আলো। শুধু তাই নয়, নিজের একটি নিজস্বীও পাঠিয়েছে সে। তাতে ঝকঝক করছে তার সোনার আয়না।

গত বছর ২৫ ডিসেম্বর মহাকাশে পাঠানো হয় জেমস ওয়েবকে। এই প্রথম মহাকাশে থেকে এভাবে নজরদারি চালানো হবে বহির্বিশ্বের উপরে। মহাকাশে ২১ ফুট দীর্ঘ এমন বৃহদাকার দূরবীক্ষণ যন্ত্র পাঠানো হয়েছে এই প্রথম। বলা ভালো, এটি অবজারভেটরি বা মহাকাশ পর্যবেক্ষণাগার।

ওয়েবের তোলা প্রথম ছবিটিতে দেখা গিয়েছে ২৫৮ আলোকবর্ষ দূরে উরসা মেজর নক্ষত্রপুঞ্জের একটি তারাকে। নাম ‘এইচডি ৮৪৪০৬’। এই অভিযানের সঙ্গে যুক্ত, বাল্টিমোরের ‘স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট’ এর বিজ্ঞানী মার্শাল পেরিন বলেন, ‘‘সত্যি বিস্ময়কর মুহূর্ত।’’

এই টেলিস্কোপে রয়েছে একটি ষড়ভুজ আয়না। যার প্রতিটি বাহু একটি কফি টেবিলের আকারের। এগুলো একজোটে একটি ফোকাস তৈরি করবে। এভাবে পুরোদমে পর্যবেক্ষণের কাজ শুরু হবে জুনের শেষ থেকে।

হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি এই দূরবীক্ষণ যন্ত্রটি ১০০০ কোটি ডলার ব্যয়ে তৈরি করা হয়েছে। এটি ইনফ্রারেড অবজ়ারভেটরি। ইনফ্রারেড রশ্মির মাধ্যমে মহাজাগতিক বস্তুগুলোকে চিহ্নিত করবে। ১৯৯০ সালে হাবলের উৎক্ষেপণের পরে কিছু গোলমাল দেখা গিয়েছিল। তিন বছর লেগেছিল সে সব ঠিক করতে। তবে এখন পর্যন্ত তেমন কিছু ধরা পড়েনি জেমস ওয়েবের ক্ষেত্রে।

ভ্যাকসিনের কার্যক্ষমতা বেশি দিন থাকছে না, চতুর্থ টিকা নেওয়ার বিষয়ে ভাবছে আমেরিকা।

Previous article

বিএনপির বিরুদ্ধে বড় অঙ্কের অর্থপাচারের অভিযোগ:- জয়ের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *