খবর

জেসিআই ঢাকা ডিপ্লোমেটস এবং হার্টওয়াইজ নিউট্রিশন বিডি’র উদ্যোগে অটিজম শিশুদের নিয়ে বিশেষ হার্টওয়াইজ নিউট্রিশন প্রকল্প চালু

1
p1

আত্মসংবৃতি বা আত্মলীনতা (অটিজম নামে পরিচিত) বলতে একটি মানসিক বিকাশে বাধাগ্রস্ততাকে বোঝায়, যা শিশুদের বয়স তিন বছর হবার পূর্বেই প্রকাশ পায়। অটিজমে আক্রান্ত শিশুরা সামাজিক আচরণে দুর্বল হয়, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম সক্ষম হয়।

এই অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে বিশেষ একটি প্রকল্প যৌথভাবে চালু করলো জেসিআই ঢাকা ডিপ্লোমেটস এবং হার্টওয়াইজ নিউট্রিশন বিডি। উক্ত প্রকল্পে মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে “পুষ্টিকর মিড ডে মিল” সরবরাহ করা হয়। সেই সাথে এই প্রকল্পের মাধ্যমে শিশুদের পুষ্টি চাহিদা পূরণ করে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা হবে।p2অটিজমে আক্রান্ত শিশুদের খাদ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষে পুষ্টি বিষয়ক কর্মশালা ও ক্যাম্পেইন পরিচালনা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ, অভিভাবক ও শিক্ষকদের জন্য পুষ্টি ও অটিজম বিষয়ক প্রশিক্ষণ ইত্যাদি কার্যকর বিষয়গুলোর উপর গুরুত্ব প্রদান করা হয়।

এই বিশেষ কার্যধারার উদ্দেশ্য হলো অটিজম আক্রান্ত শিশুদের জন্য সঠিক ডায়েট এবং খাদ্যাভাস গড়ে তোলা, পরিবার ও সমাজের মধ্যে অটিজম বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা, অভিভাবকহীন পরিস্থিতিতেও শিশুদের স্বাবলম্বী করে তোলা, সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করা।

আরও পড়ুনঃ কমেছে অভিবাসীর সংখ্যা বেড়েছে নারীদের বিএমইটি নিবন্ধন

প্রকল্প উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সামিয়া রহমান, ২০২৫ লোকাল প্রেসিডেন্ট, জেসিআই ঢাকা ডিপ্লোমেটস, জয়া রানী মন্ডল, প্রেসিডেন্ট, হার্টওয়াইস নিউট্রিশন বাংলাদেশ, জাওয়াদ আলম জারিফ, কনসালট্যান্ট অব এডোলেসেন্ট নিউট্রিশন, মোহাম্মদ মাসুদ সরকার প্রিন্সিপাল অফ মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী এন্ড অটিস্টিক স্কুল, বিজন কুমার সরকার, সহকারী শিক্ষক। মোহাম্মদ আরিফুর রহমান, জেনারেল সেক্রেটারি, হার্টওয়াইজ নিউট্রিশন বাংলাদেশ।

হার্টওয়াইজ নিউট্রিশন শুধুমাত্র একটি পুষ্টি ভিত্তিক প্রকল্প নয়, বরং এটি একটি মানবিক উদ্যোগ যা অটিজম আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়ন, স্বাবলম্বিতা ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উজা/মাসুদুজ্জামান রাসেল

অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে

Previous article

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কলেজছাত্র নিহত

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর