খেলা

টানা পাঁচ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে সাকিবের বিশ্বরেকর্ড!

0
sakib

বিপিএলে টানা পাঁচ ম্যাচে অসাধারণ সাফল্যে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। অসাধারণ এই সাফল্যর পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধারাভাষ্যকার আতহার আলি খান প্রশ্ন করেন, টানা ৫ ম্যাচে ম্যান অব দা ম্যাচ, আপনার জন্য কি বিস্ময়কর? এমন প্রশ্নের উত্তর না দিয়ে সাকিব আল হাসান স্রেফ হাসলেন।

কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৫ ম্যাচে সেরার কীর্তি শুধু বিপিএল নয়, বিশ্ব ক্রিকেটে এটাই প্রথম। টানা চার ম্যাচে সেরা হয়ে আগের রেকর্ড ছিল যৌথভাবে মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানির। গত ৩১ জানুয়ারি চট্টগ্রামে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় তার এই সেরার যাত্রা। এরপর চট্টগ্রামে আরেকটি, সিলেটে দুটিতে। শুক্রবার মিরপুরে মিনিস্টার ঢাকার বিপক্ষে আবারও তিনি ম্যান অব দা ম্যাচ।

৪ ওভার বল করে ২১ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৯ বলে ৫১ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস, ম্যাচ সেরার লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না তার। বিপিএলে গোটা টুর্নামেন্ট মিলিয়েও আগে ৫ ম্যাচে ম্যান অব দা ম্যাচ হতে পারেননি আর কেউ। টানা পঞ্চম ম্যাচ সেরার পুরস্কার হাতে সাকিব তাই তৃপ্তির কথা বললেন ব্যাটিং নিয়েই।

তিনি বলেন, ব্যাটিং খুব ভালো হচ্ছে গত ৫ ম্যাচে। বোলিং তো সবসময় ছিলই। বোলিংয়ে আসার পর সব ম্যাচেই আমাকে নিশ্চিত করতে হয়েছে যেনো প্রতিপক্ষের ওপর চাপটা ধরে রাখতে পারি। যেভাবে চলছে আমি খুশি। আশা করি, আর দুটি ম্যাচও এই ধারাবাহিকতা থাকবে।

চিংড়ি উৎপাদন ও রফতানিতে সব সমস্যা সমাধান করা হবে:- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Previous article

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, বেড়েছে সুস্থতা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা