ব্যবসা-বাণিজ্য

টিসিবির পণ্য বিক্রি শুরু

0
কর্পোরেশন অফ বাংলাদেশ

নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালীন সময়ে নিন্ম আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে ট্রাক সেল শুরু করেছে। রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পণ্য সামগ্রীর বিক্রি চলবে ।

৩ ফেব্রুয়ারি, ২০২২: ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই থেকে পাঁচ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ এবং ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয়েছে। প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৪০০ থেকে ৮০০ কেজি, পেঁয়াজ ১০০ থেকে ১০০০ কেজি এবং সয়াবিন তেল ৫০০ থেকে ১০০০ লিটার বরাদ্দ রাখা হয়েছে।

র‍্যাবকে কখনোই রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হয়নি:- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Previous article

রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *