ব্যবসা-বাণিজ্য

টিসিবির মাধ্যমে ৩০৫ কোটি টাকার সয়াবিন তেল কেনা হবে

0
টিসিবির মাধ্যমে ৩০৫ কোটি টাকার সয়াবিন তেল কেনা হবে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা। দেশীয় তিন কোম্পানি থেকে এ পরিমান তেল কিনতে খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ডলার

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক জানান, সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এই তেল কিনতে খরচ ধরা হয়েছে ১০১ কোটি ৭৫ লাখ টাকা।
এছাড়া সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১০১ কোটি ৭৫ লাখ টাকায় ৫৫ লাখ লিটার সয়াবিন তেল এবং মেঘনা এডিবল অয়ের রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১০১ কোটি ৭৫ লাখ টাকায় ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনোর প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আব্দুল বারিক বলেন, তিন কোম্পানির কাছ থেকেই সয়াবিন তেল কেনা হবে ১৮৫ টাকা লিটার দরে। দুই লিটারের বোতলে এই তেল নেওয়া হবে।

বিসিবি থেকে ৫০ লাখ টাকা পুরষ্কার পাচ্ছে সাফজয়ী বাংলাদেশের মেয়েরা

Previous article

ছাদখোলা বাসেই বরণ করে নেয়া হল বাংলার মেয়েদের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *