খেলা

টি-টুয়েন্টিতে ধাওয়ানের নতুন মাইল ফলক

0
dhwn

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইল ফলক স্পর্শ করলেন শিখর ধাওয়ান। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১,০০০ টি চার মারার মাইল ফলক ছুঁলেন তিনি। বিশ্ব ক্রিকেটে তাঁর আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন আরও চার জন ব্যাটার।

৩০৭টি ২০ ওভারের ম্যাচ খেলে নতুন এই মাইল ফলক স্পর্শ করলেন বাঁ হাতি ওপেনিং ব্যাটার। শুক্রবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে এক হাজারতম চারটি মারেন পঞ্জাব কিংসের ধাওয়ান। গুজরাট ম্যাচের আগে টি-টোয়ন্টি ক্রিকেটে ধাওয়ানের চারের সংখ্যা ছিল ৯৯৭টি। শুক্রবার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে ৪টি চার মারেন তিনি।

এই তালিকায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধাওয়ানের পর রয়েছেন বিরাট কোহলী (৯১৭), রোহিত শর্মা (৮৭৫), সুরেশ রায়না (৭৭৯)। বিশ্ব ক্রিকেটে চার মারার ক্ষেত্রে ধাওয়ানের আগে রয়েছেন ক্রিস গেইল (১১৩২), অ্যালেক্স হ্যালস (১০৫৪), ডেভিড ওয়ার্নার (১০০৫) এবং অ্যারন ফিঞ্চ (১০০৪)।

যেভাবে রাঁধলে আর ভাত গলবে না

Previous article

ত্বকের রোদে পোড়া দাগ দূর করুন ৩ টি উপায়ে

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা