খেলা

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ফেদেরার

0
টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ফেদেরার

প্রতিযোগিতামূলক টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন টেনিসের মহাতারকা রজার ফেদেরার।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্টে টেনিসকে বিদায় জানানোর বার্তা দেন ৪১ বছর বয়সী ফেদেরার।

পোষ্টে তিনি লেখেন, “আপনাদের অনেকেই যেমনটা জানেন, গত তিন বছর ধরে চোট আর অস্ত্রোপচারের ধকল সইতে হচ্ছে আমাকে। পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করেছি আমি। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি, এবং এটি যে বার্তা দিচ্ছে সেটিও পরিষ্কার। ৪১ বছর বয়স আমার। ২৪ বছর ধরে দেড় হাজারের বেশি ম্যাচ খেলেছি আমি। টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে, আমি স্বপ্নেও ভাবিনি। আমার বুঝতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্যারিয়ার শেষ করার সময় এসে গেছে। সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্ল্যাম বা (এটিপি) ট্যুরে নয়।”

আরও পড়ুনঃ টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মুশফিকুর রহিম

১৯৯৮ সালে ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক হয় ফেদেরারের। ২০০৩ সালে উইম্বলডন দিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাও জিতে নেন তিনি। ২০০৪ সালে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন ফেদেরার। এরপর ৩১০ সপ্তাহ শীর্ষে অবস্থান করেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর রেকর্ডটটি টপকে যান নোভাক জোকোভিচ।

বিদেশি ফলচাষি প্রকৌশলী ফয়সালের বার্ষিক আয় ১৩ লাখ টাকা

Previous article

বিটকয়েন কেনাবেচায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা