তথ্য ও প্রযুক্তিবিজ্ঞান

টেসলার গাড়িগুলোতে ব্যবহার করা এআই মানব মস্তিষ্কের সমান

0
টেসলার গাড়ি

নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার গাড়িগুলোতে ১৭ বছরে মানব মস্তিষ্কের সমান এআই ব্যবহার করা হচ্ছে।

ভানারমার (অটো ব্যবসায়ী প্রতিষ্ঠান) এক সমীক্ষা অনুসারে, টেসলার নতুন মাইক্রোচিপ ২০৩৩ সালের মধ্যে মানুষের চেয়ে ‘বেশি বুদ্ধিমান’ হবে।

টেসলার বর্তমান এবং আগের মডেল বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, টেসলার মাইক্রোচিপগুলোর ক্ষমতা প্রতি বছর ৪৮৬ শতাংশ হারে বাড়ছে।

এ গবেষণায় উল্লেখ করা হয়েছে, এই মাইক্রোচিপটির এরইমধ্যে একটি মানব মস্তিষ্কের ৩৬ শতাংশের সমান প্রক্রিয়াকরণ ক্ষমতা রয়েছে। প্রায় ১০০ বিলিয়ন নিউরন একটি মানব মস্তিষ্ক তৈরি করে, যা একটি শিশুর প্রথম বছরে তিনগুণ আকারের হয় এবং ২৫ বছর বয়সে সম্পূর্ণরূপে বিকাশ লাভ করে। খবর ডেইলি মেইলের।

গবেষেণায় বলা হয়, টেসলার নতুন ডি১ মাইক্রোচিপ আগের যেকোনো গাড়িতে ব্যবহার করা মাইক্রোচিপের চেয়ে বেশি শক্তিশালী।

এটি প্রতি সেকেন্ডে ৩৬২ ট্রিলিয়ন অপারেশন পরিচালনা করে। এর প্রক্রিয়াকরণ ক্ষমতা এরইমধ্যে একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের এক-তৃতীয়াংশের (৩৬ শতাংশ) বেশি, যা প্রতি সেকেন্ডে এক কোয়াড্রিলিয়ন অপারেশন পরিচালনা করতে সক্ষম।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের চ্যাট আড়াল করতে যা করবেন

চট্টগ্রাম ইপিজেডে চীনা কোম্পানির ৯৫ লাখ ডলার বিনিয়োগ

Previous article

মেরাকি এস-৭, সস্তা এই ইলেকট্রিক সাইকেলে আছে যত ফিচার

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *