খেলা

তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বিশাল জয় পেলো ঢাকা

0
তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বিশাল জয় পেলো ঢাকা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আরও ছয় মাস নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছিলেন মাত্র দুই দিন আগেই। তরুণরা যেনো এ সময়ের মধ্যে নিজেদের তৈরি করতে পারে, সে সুযোগ করে দিতেই তার এমন সিদ্ধান্ত। এই ঘোষণার পরদিনই নিজের ঘরের মাঠ কাঁপালেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ শতকে। তামিমের ব্যাটিং-এ সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা

ম্যাচ জেতানো শতকটি ছিল টি-টোয়েন্টির টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য দারুণ এক উদাহরণ। মাঠে উদাহরণ সৃষ্টির পর ম্যাচ শেষেও তরুণদের প্রতি টি-টোয়েন্টি ইনিংস গড়ার পরামর্শ দিয়েছেন। ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে তামিম বলেছেন, ‘নিজের দক্ষতা নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া উচিত। যদি কোনো দুর্বলতা থাকে, সেটা নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। টি-টোয়েন্টি এমন ক্রিকেট নয় যে প্রতিটি বলই মারার চেষ্টা করতে হবে। ক্রিকেটীয় শট খেলা উচিত। তাহলে এই সংস্করণেও সফল হওয়া যাবে।’

পড়তে পারেন: নিজের উদ্যোগের পেইজটি হ্যাক হওয়ার পরও হাল ছাড়েননি শিরিন রহমান

চলতি ৮ম বিপিএলের ঢাকা পর্বে দিনের খেলায় রান হতো না, রাতে দেখা যেতো রানের জোয়ার। চট্টগ্রামেও অনেকটা তেমনই দেখা গেলো। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে তো দুই সেঞ্চুরিও উপহার দিয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিলেট সানরাইজার্সের লিন্ডলে সিমন্স এবং মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবাল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে তামিমের অসাধরণ ব্যাটিং-এ দিন শেষে জয় হয়েছে তামিমদের। সিলেট সানরাইজার্সকে তারা হারিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। সেটাও ১৮ বল হাতে রেখে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিন্ডলে সিমন্সের সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭৫ রান তোলে সিলেট সানরাইজার্স। সিমন্স মাত্র ৩৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৬০ নম্বর ফিফটি পূর্ণ করেন। ১৮ তম ওভারে এই ক্যারিবিয়ান তারকা ৫৯ বলে ১২ চার এবং ৪ ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।

রান তাড়ায় নেমে বিস্ফোরক সূচনা করেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল এবং মোহাম্মদ শেহজাদ। ৯ ওভারেই দুজনের জুটি একশ ছাড়িয়ে যায়! মাত্র ২৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৩ নম্বর ফিফটি তুলে নেওয়ার পর পৌঁছে যান টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবারের মতো তিন অংকে। তিন অংকে পৌঁছতে তামিম সময় নেন মাত্র ৬১ বল। হাঁকান ১৬ চার এবং ৩টি ছক্কা। এর আগে শেহজাদও টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৬ নম্বর ফিফটি তুলে নেন ৩৩ বলে। আলাউদ্দিন বাবুকে বাউন্ডারি মেরেই ১৮ বল হাতে রেখে ঢাকাকে ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম।

নিজের উদ্যোগের পেইজটি হ্যাক হওয়ার পরও হাল ছাড়েননি শিরিন রহমান

Previous article

ঔষধ ছাড়া বিষণ্ণতা দূর করার উপায়

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা