বিনোদন

তাহসান-মিম জুটির ‘আদার হাফ’

0
thsnmim

নায়িকা বিদ্যা সিনহা মিমের যাত্রা ছোট পর্দা থেকেই। তাই তো সিনেমা নিয়ে ব্যস্ততা থাকলেও এ মাধ্যমের বিশেষ বিশেষ কাজ মাঝে মধ্যেই করে থাকেন। তবে করোনাসহ নিজের বিয়ের অনুষ্ঠানের ব্যস্ততার কারণে মিমের নাটকে অভিনয় করা হয়ে ওঠেনি অনেকদিন। সেই বিরতি কাটিয়ে বহুদিন পর অবশেষে ফিরেছেন নাটকের শুটিংয়ে।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় মাবুুরুর রশীদ বান্নাহ্‌র পরিচালনায় আসন্ন ঈদ উপলক্ষে নির্মাণাধীন বিশেষ ‘আদার হাফ’ শিরোনামের নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। এ নাটকে মিমের সহশিল্পী হিসেবে পেয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খানকে। এর আগেও তাহসানের সঙ্গে জুটি বেঁধে নাটকে অভিনয় করেছেন এবং সেই সূত্রে তাদের মধ্যে সুন্দর একটি সম্পর্কও গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আবারো একসঙ্গে কাজ করছেন।

মিম বলেন, অনেকদিন পর নাটকের শুটিং করছি। ভীষণ ভালো লাগছে। তারপর আবার কো-অর্টিস্ট তাহসান ভাইয়া। তার সঙ্গে তো বরাবরই কাজ করতে স্বাচ্ছন্দ্যোবোধ করি। সাপোর্টিভ একজন মানুষ। ‘আদার হাফ’ নাটকটির গল্প ও মিমের চরিত্র কেমন জানতে চাইলে মিম বলেন, গল্পটা মজার। স্ক্রিপ্ট পড়লেই হাসি চলে আসে। আর এ নাটকে আমি আর তাহসান ভাই স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি।

এদিকে, মাবুুরুর রশীদ বান্নাহ জানালেন তিনিও তাহসান-মিম জুটি নিয়ে কাজ করতে আনন্দবোধ করেন। তিনি বললেন, ব্যক্তিগতভাবে তাহসান ভাইয়া এবং মিম আপুর সঙ্গে কাজ করতে আমি খুব আনন্দবোধ করি। তাদেরকে নিয়ে আগেও দু’টি নাটক বানিয়েছি। ভালো অভিজ্ঞতা এবং বেশ দর্শক সাড়া পেয়েছিলাম। আশা করছি আগের দু’টি নাটক থেকে ‘আদার হাফ’- ভিন্ন কিছু হবে এবং এবারো ভালো সাড়া পাবো।

এখন অবধি ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘ব্ল্যাক’, ‘সুইটহার্ট’, ‘সুলতান: দ্য সেভিয়ার’সহ বাংলাদেশ ও ভারতের ২০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিম। বর্তমানে তার অভিনীত ‘পরাণ’, ‘দামাল’সহ একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

মুখ খুললেন আমির

Previous article

আত্মজীবনী উন্মুক্ত হচ্ছে কণ্ঠশিল্পী আসিফের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *