খেলা

তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হারালো ব্রাজিল

1
ব্রাজিল

প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এর আগের ম্যাচে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে তিতের দল।

তিউনিসিয়া বিপক্ষে ম্যাচে রাফিনহার জোড়া গোল করেন এবং রিচার্লিসন, পেদ্রি ও নেইমার করেন একটি করে।

এর আগে ১৯৭৩ সালের একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও তিউনিসিয়া। সেই প্রীতি ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিলিয়ানরা। এবারের ব্যবধান হলো আরও বড়।

আরও পড়ুন: জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, মেসির জোড়া গোল

ম্যাচে শুরুর একাদশ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। কাসেমিরোর থ্রো বলে বক্সের সামনে থেকে হেড নেন রাফিনহা। বল সোজা পোস্টের মাঝ বরাবর আঘাত হানে।

১৮তম মিনিটে দারুণ এক হেডে ব্রাজিলের জাল কাঁপান তিউনিসিয়া তালবি। এর এক মিনিট পরেই রাফিনহার থ্রো পাসে বল পেয়ে ডান পায়ের শটে ফের ব্রাজিলকে লিড এনে দেন রিচার্লিসন।

নেইমার গোলটি করেন পেনাল্টি থেকে। প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন কাসেমিরো। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-১ করেন পিএসজি ফরোয়ার্ড। ৪০তম মিনিটে ব্যবধান আরও বড় হয় রাফিনহার দ্বিতীয় গোলে। ৭৪তম মিনিটে গোল করেন পেদ্রো।

জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, মেসির জোড়া গোল

Previous article

মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও থাকছেন স্কালোনি

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা