আন্তর্জাতিক

তুরস্কে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ২৮ জন নিহত

1
trk

তুরস্কের উত্তরাঞ্চলীয় বাতিন প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এতে আটকা পড়েছেন বেশ কয়েকজন শ্রমিক। শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

কয়লা খনিতে বিস্ফোণের সময় ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে অর্ধেক শ্রমিকই কাজ করছিলেন খনিটির প্রায় ৩০০ মিটার গভীরে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঠিক কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, খনিতে আটকা পড়াদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুনঃ সামরিক আদালতে সু চির ফের ৬ বছরের কারাদণ্ড

রাত থেকেই উদ্ধারকর্মীরা আটকা পড়া লোকদের বের করে আনতে কাজ করে যাচ্ছে। কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়।

বিস্ফোরণের ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছে তাদের ফিরে পেতে পরিবারের সদস্যরা সেখানে ভিড় করছেন।

এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু জানিয়েছেন, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিলো। সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কর্মরত ছিলেন। এখনো উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারেনি।

কোন ফেসবুক আইডি নেই প্রধানমন্ত্রীর

Previous article

‘বড় হামলার পরিকল্পনা নেই, শেষ হচ্ছে রিজার্ভ সেনাদের তলবও’

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *