জীবনযাপনফ্যাশন

ত্বকের আর্দ্রতা কমছে কি না ৫ টি লক্ষণেই বুঝবেন

0
skin

মৌসুম ভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায় এমনটাই ধারণা অনেকের। ত্বক বিশেষজ্ঞরা অবশ্য এর সঙ্গে একমত নন। ত্বকে যদি কোনো সমস্যা থেকে থাকে, তা সবসময়ই থাকে। কোনো কোনো মৌসুমে তা মাথাচাড়া দিয়ে ওঠে। এই যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক।

সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। তাছাড়া, অনেকের ক্ষেত্রে অফিসে যাওয়া-আসার ফলে দীর্ঘক্ষণ বাতানুকূল পরিবেশে কাটাতে হয়। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা।

আরও পড়ুনঃ ত্বকের যত্নে সুফল পেতে ব্যবহার করুন সবুজ টম্যাটো

কিভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে?

১) ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেছতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।

‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ আজ থেকে শুরু হচ্ছে

Previous article

আখরোট ভালো রাখবেন কিভাবে?

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *