খবরজাতীয়শিক্ষাশীর্ষ সংবাদ

দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষা ১০–১৫ অক্টোবর

1
৭ সেপ্টেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ সংক্রান্ত একটি নোটিশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচির নোটিশে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১০ অক্টোবর গণিত (আবশ্যিক), ১১ অক্টোবর কৃষি শিক্ষা (তত্ত্বীয়), ১৩ অক্টোবর রসায়ন (তত্ত্বীয়) ও ১৫ অক্টোবর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুনঃ এসএসসি: কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ শিক্ষক গ্রেপ্তার

এর আগে প্রশ্ন ফাঁসের কারণে গতকাল বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করা হয়। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রশ্ন ফাঁসের এ ঘটনা ধরা পড়ায় শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নেয়। বাকি দুই বিষয় উচ্চতর গণিত ও জীববিদ্যার পরীক্ষা নতুন প্রশ্নপত্র ছাপিয়ে নির্ধারিত সময়েই নেওয়া হবে।

দিনাজপুর বোর্ডের অধীনে এবার প্রায় ১ লাখ ৭৪ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাদের পরীক্ষার সূচিতে বিঘ্ন ঘটল। বোর্ডভেদে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হয় বলে দেশের অন্য বোর্ডের পরীক্ষা যথাসময়ে হবে।

৭১ বিলিয়ন ডলার হারিয়েছেন মার্ক জাকারবার্গ

Previous article

জাতিসংঘে ফিলিস্তিনের প্রতি ফের সমর্থন জানালেন বাইডেন

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষা ১০–১… […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর