খবরজাতীয়শীর্ষ সংবাদ

দেশের আদালতে পি কে হালদারের বিচার শুরু

0
দেশের আদালতে পি কে হালদারের বিচার শুরু

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিচার প্রক্রিয়া শুরু হল।

আজ বৃহস্পতিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

এসময় কারাগারে থাকা বাকি ৪ আসামি অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

বিচারক তাদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। পাশাপাশি সুকুমার ও অনিন্দিতার জামিন আবেদনও নাকচ করা হয় বলে দুদকের আইনজীব মীর আহমেদ আলী সালাম জানান। তিনি বলেন, “অভিযোগপত্রে পি কে হালদার ও অন্যদের পলাতক হিসাবে দেখানো হয়েছে এবং তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে পিকে হালদার ও তার সহযোগেীদের বিরুদ্ধে প্রথম কোনো মামলায় আদালত বিচার শুরুর আদেশ দিল।”

এদিকে মামলার প্রধান আসামি পি কে হালদার ভারতের কারাগারে বন্দী আছেন। তাকেসহ দশজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে। পলাতক বাকি নয়জন হলেন: পি কে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, স্বপন কুমার মিস্ত্রি।

১ উইকেটের নাটকীয় জয়ে ফাইনালে পাকিস্তান

Previous article

চীনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর