খবরজাতীয়

‘দেশে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন থাকবে না’

0
বিচ্ছিন্নতাবাদী সংগঠন

কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা জঙ্গি সংগঠন যদি বাংলাদেশে অবস্থান করে, তাদের দ্রুত সরিয়ে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফের সঙ্গে জঙ্গিদের কোনো সংযোগ রয়েছে কি না, এগুলো আমরা দেখছি। যদি সংযোগ পাই, সেটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

মন্ত্রী জানান, ধারণা করা হচ্ছে জঙ্গি বাহিনীর বা যেসব জঙ্গিরা সেখানে গিয়েছিল, কেএনএফের ক্যাম্পের পাশাপাশি তারা অবস্থান করছিল।

আসাদুজ্জামান খান বলেন, আমরা কয়েকজনকে ধরেছি, শনাক্তও করেছি। জিজ্ঞাসাবাদ শেষে আরো বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন:  আগামী ১৫ই অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ওয়ার্কশপ করবে ‘অন দ্যা ওয়ে’

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০, আহত ১৫

Previous article

২৪ ঘণ্টায় সারাদেশে রেকর্ড ৮৫৫ জন ডেঙ্গু আক্রান্ত

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর