স্বাস্থ্যশীর্ষ সংবাদ

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের মৃত্যু

0
image 31635 1645537401

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৬ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৯ জন। আজ ১৬ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

২২ ফেব্রুয়ারি, ২০২২: আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জন। আগের ২৪ ঘন্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৫১ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৮ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৬ দশমিক ৯৫ শতাংশ। আজ তা কমে হয়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন।  স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৫২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ২৬ জন। শনাক্তের হার ৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৭ দশমিক ৩০ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ১ জন মারা গিয়েছিল।

আজ ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং খুলনা, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।  তবে, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় কেউ মারা যায়নি।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৪৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ১১ শতাংশ।

ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে

Previous article

আগাছাকে কি করতে হবে সেটা ভাবতে হবে: প্রধানমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *