খেলাশীর্ষ সংবাদ

দ্বিতীয় দল হিসেবে সেমিতে ইংল্যান্ড

0
সেমিতে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে ইংল্যান্ড। শ্রীলংকাকে ৪ উইকেটে কিউইদের জয়ে এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

এর আগে প্রথম দল হিসেবে সেমিফাইনালে যায় নিউজিল্যান্ড। একনজরে গ্রুপ-১ এর তিন দলের পয়েন্ট:

নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই তিন দলেরই ৫ ম্যাচ শেষে সংগ্রহ সমান ৭ পয়েন্ট। জয় ও হারও সমান। তবে তিন দলকে আলাদা করা হয়েছে শুধু নিট রানরেটের বিচারে। কিউইদের নিট রানরেট ২.১১৩, ইংল্যান্ডের ০.৪৭৩ ও অস্ট্রেলিয়ার -০.১৭৩।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শনিবার আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪১ রান তোলে আগেই বিদায় নেয়া শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ৪৫ বলে ৬৭ রান করেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। সাদামাটা এই সংগ্রহ দিয়ে তারা আটকাতে পারেনি ইংলিশদের।

অ্যালেক্স হেলস (৪৭), বেন স্টোকস (৪২) ও জস বাটলারের (২৮) ব্যাটে ভর করে দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।

আরও পড়ুন: দাবা খেলার উৎপত্তি যেখানে

ডেঙ্গু প্রতিরোধে ৫ পানীয়

Previous article

‘যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সোচ্চার রয়েছে’

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা