বিনোদন

‘দ্য ব্যাটম্যান’ বাংলাদেশে সর্ব প্রথম

0
desktopbanner

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ছবি ‘দ্য ব্যাটম্যান’। আগামী ৪ঠা মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি। সেন্সর ছাড় সাপেক্ষে তার একদিন আগেই ৩রা মার্চ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে অগণিত দর্শকের কাঙ্ক্ষিত এ ছবি।

টিকেটের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের সবগুলো শাখায় টিকিট বিক্রি হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় সুপারহিরো ব্যাটম্যান। এবার পর্দায় আসছে নতুন রূপে। এ নিয়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সবকিছু। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন) এর।

এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। সেই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’ খ্যাত রবার্ট প্যাটিনসন। ছবির ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’ এর দেখা পেলো ভক্তরা। ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে।

হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ‘দ্য ব্যাটম্যান’ ছবির শেষের অংশ দেখলে সিক্যুয়েল চাইবেন দর্শকরা। ছবির শেষটা নাকি চমকে দেয়ার মতো। ছবির প্রচারণা অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ‘ডার্ক নাইট’ এর চেয়ে সম্পূর্ণ আলাদা হবে ‘দ্য ব্যাটম্যান’। ছবির গল্প দর্শকের ধারণার বাইরে। একেবারেই ভিন্ন ধরনের গল্প। গল্পে কী আছে ধারণা করাও কঠিন।

৯ জন নিয়েও খেলা যাবে বিশ্বকাপের ম্যাচ

Previous article

আপনার ঋণ থাকলে ছেড়ে যেতে পারে সঙ্গী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *