খবরজাতীয়

নতুন আইজিপি আবদুল্লাহ আল-মামুন; র‍্যাবের ডিজি খুরশীদ হোসেন

0
নতুন আইজিপি আবদুল্লাহ আল-মামুন; র‍্যাবের ডিজি খুরশীদ হোসেন

বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) পদে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে।

৩০ সেপ্টেম্বর থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ দায়িত্ব পালন করবেন।

এদিকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও ৩০ সেপ্টেম্বর এ পদে দায়িত্ব নেবেন।

আরও পড়ুনঃ অবসরে গেলেন আইজিপি বেনজীর আহমেদ

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

বর্তমান আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপির দায়িত্ব নেবেন। তিনি র‌্যাবের ডিজি পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।

সম্পূর্ণ বিনামূল্যে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে “অন দ্য ওয়ে”

Previous article

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর