আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

নাইজেরিয়ায় নৌকা ডুবিতে ৭৬ জনের প্রাণহানি

0
njr

রোববার (৯ অক্টোবর) নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি বলেছেন, দেশটির আনামব্রা রাজ্যে নদীতে নৌকা ডুবে ৭৬ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত কারণে ওই নদী দিয়ে প্রচন্ড স্রোত প্রবাহিত হচ্ছিলো। খবর এএফপি’র। শুক্রবার প্রায় ৮৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নাইজার নদীতে বন্যার কারণে নৌকাটি উল্টে যাওয়ায় তারা প্রাণ হারান।

বুহারির উদ্ধৃতি দিয়ে তার দপ্তর জানায়, ৮৫ জনকে বহনকারি এ নৌকা রাজ্যের ওগবারু এলাকায় ডুবে যায়। জরুরি সেবা সংস্থা এ দুর্ঘটনায় ৭৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে জরুরি সেবা সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে তিনি আরো বলেন, আমি নিহতদের রুহের শান্তি ও প্রত্যেকের নিরাপত্তা এবং এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করি।
এর আগে রোববার জরুরি সেবা সংস্থা জানায়, বন্যার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ গিনেস বুকে নাম লিখালো ১৩৬ ফুট লম্বা পূজার প্যান্ডেল

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) দক্ষিণ-পূর্ব সমন্বয়ক থিকমান তানিমু এএফপি’কে বলেন, পানির উচ্চতা অনেক বেশি এবং তা স্বাভাবিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য একেবারে ঝুঁকিপূর্ণ। তিনি জানান, বিগত কয়েক বছর ধরে দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে পানির উচ্চতা এক দশক আগের চেয়ে এক-দশমাংশ বেশি।

নাইজেরিয়ার বিমানবাহিনীকে উদ্ধার অভিযানে হেলিকপ্টার প্রদানের অনুরোধ জানিয়েছে এনইএমএ। এদিকে আনামব্রা রাজ্য গভর্ণর চার্লস সলুদো বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান। তিনি আরো জানান, সরকার দুর্যোগ কবলিত এলাকার মানুষদের সাহায্য দেবে।

পাঁচ দিনব্যাপি জাতীয় ফার্নিচার মেলা শুরু

Previous article

বাংলাদেশ থেকে ৫০ লাখ ভিডিও সরিয়ে নিলো টিকটক

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *