জীবনযাপন

নাক ডাকলে বাড়ে ক্যান্সারের ঝুঁকি : গবেষণা

1
নাক ডাকলে বাড়ে ক্যান্সারের ঝুঁকি : গবেষণা

ঘুমের মধ্যে যারা নাক ডাকার সমস্যায় ভোগেন, তাদের মধ্যে ক্যানসার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে বলে দাবি করেছেন সুইডেনের গবেষকরা।

সম্প্রতি বারসেলোনায় একটি বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞানী আন্দ্রেয়াস পামের নেতৃত্বে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক একটি গবেষণাপত্র প্রকাশ করেন।

বিজ্ঞানীরা চার হাজার ২০০ জন নাক ডাকা রোগীর উপর এই গবেষণাটি চালান। দেখা যায়, রোগীদের প্রায় অর্ধেকই শেষ পাঁচ বছরের মধ্যে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গবেষকরা জানিয়েছেন, বহু রোগীর মধ্যেই স্থূলতা, ডায়াবেটিসের মতো সমস্যা দেখা যায়। অতি আগে ভাবা হত সেগুলিই ক্যানসারের আশঙ্কা বাড়ায়।

তবে নতুন পরীক্ষায় দেখা গিয়েছে, এই সমস্যায় ভোগা মানুষদের মধ্যে রক্তে তুলনামূলক ভাবে অনেক দ্রুত অক্সিজেনের পরিমাণ কমে যায়। বিশেষ করে ঘুমের মধ্যে বেশি দেখা যায় এই সমস্যা। দীর্ঘমেয়াদি ভিত্তিতে এই অক্সিজেন হ্রাসের সমস্যাই বাড়িয়ে দেয় ক্যানসারের ঝুঁকি।

মানুষের নাক ডাকার পিছনে একটি বড় কারণ ‘অবসট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ বা ‘ওএসএ’। এই সমস্যার জেরে নাকের ভিতর দিয়ে বায়ুপ্রবাহের পথটি রুদ্ধ হয়ে আসে। তাই শব্দ হয় ঘুমের সময়।

জাপোরিশা থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা জাতিসংঘের

Previous article

এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় স্থান পেল ফুচকা

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *