খবর

নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন নিয়ে গোলটেবিল আলোচনা

0
uj

গণ উন্নয়ন কেন্দ্র ও প্রথম আলো’র যৌথ আয়োজনে নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি : ক্ষুদ্র ঋণ জলবায়ু সহনশীলতা পরিপ্রেক্ষিত শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র (GUK) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান জনাব এম. আবদুস্ সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. হেলাল উদ্দিন।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব নুজহাত জাবিন, স্ট্রমী ফাউন্ডেশন এর কান্ট্রি জনাব মিজানুর রহমান ভূইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, সিপিআরডি এর নির্বাহী পরিচালক জনাব সামসুজদ্দোহা, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর প্রোগ্রাম সাপোর্ট অফিসার জনাব ছন্দা রানী, সিদীপ এর নির্বাহী পরিচালক জনাব মিফতা নাইম হুদা, মমতা এর পরিচালক জনাব তৌহিদ আহমেদ, ডাব্লিউএফপি এর প্রতিনিধি জনাব নিগার দিল নাহার।

এ সময় প্রকল্পের সরাসরি উপকারভোগী এজেদা বেগম, রমিচা বেগম এবং আইরিস খাতুন তাদের অভিজ্ঞিতা বিনিময় করেন। বৈঠকে সূচনা বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব নুজহাত জাবিন। প্রকল্প বিষয়ে অগ্রগতি ও ফলাফল উপস্থাপন করেন জিইউকের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মুনীর হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী এডিটর জনাব ফিরোজ চৌধুরী।

এছাড়াও গোলটেবিল বৈঠকে জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, একাডেমিশিয়া ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। Christian Aid এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) আইটিএল প্রকল্পটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ৩ বছর হতে  জেন্ডার ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে (বিশেষভাবে নারীদের) আর্থিক সেবা প্রদান, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সদস্যদের সহায়তা করে আসছে।

উজা/মাসুদুজ্জামান রাসেল

নারী নেতৃত্বে নতুন দিগন্ত : হোসনেআরা নূরী নওরীন পেলেন ‘জয়ী অ্যাওয়ার্ড’

Previous article

আগাম পূর্বাভাস, সতর্ক হওয়ার মহৌষধ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর