ই-কমার্সব্যবসা-বাণিজ্য

নারী উদ্যোক্তাদের জন্য বিল্ডের সেমিনারে তিন সুপারিশ

0
bld

নারী উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া সহজ করতে তিনটি সুপারিশ রেখেছে বেসরকারি খাতের থিংকট্যাঙ্ক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। সোমবার ‘ডিসিমিনেশন সেমিনার অন পলিসি রিকমেন্ডেশনস টু মেক ট্রেডিং অ্যাক্রস বর্ডার ইজিয়ার ফর উইমেন-ওনড বিজনেসেস’ শীর্ষক সেমিনারে সংগঠনটি এসব সুপারিশ রাখে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও বিল্ড এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান। বাণিজ্য মন্ত্রণালয় মহাপরিচালক ডব্লিউটিও সেল-এর মহাপরিচালক হাফিজুর রহমান বিশেষ অতিথি এবং কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট (ঢাকা পূর্ব) এর উপ-কমিশনার নাহিদা ফরিদি সম্মানিত অতিথি হিসেবে সেমিনারে অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক জাকির হোসেন, রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক কুমকুম সুলতানা ও এফবিসিসিআইয়ের পরিচালক নাদিয়া বিনতে আমিন প্যানেল আলোচনায় অংশ নেন। আরও বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক শেহরিন সালাম ঐশী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিল্ডের চেয়ারপারসন নিহাদ কবির ও প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট নুসরাত নাহিদ ববি। বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম মূল উপস্থাপনায় তিনটি বিষয়ে সুপারিশ তুলে ধরেন। এসময় ট্রেড লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজীকরণের সুপারিশ করা হয় এবং কোম্পানি রেজিস্ট্রেশনের অনুকরণে তা সম্পূর্ণ অনলাইনের আওতায় নিয়ে আসার প্রস্তাব করা হয়। এছাড়া কটেজ ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ফি কমানোর দাবি জানানো হয়।

উপস্থাপনায় নারী উদ্যোক্তাদের জন্য সহজ ব্যাংক লোন ও কোলেটারালমুক্ত ঋণ সুবিধার প্রস্তাব আনা হয়। এছাড়া প্রতিটি ব্যাংকে ক্রেডিট গ্যারান্টি স্কিমের যথাযথ বাস্তবায়নের সুপারিশ আনা হয়। বাজারজাতকরণ, ঋণসুবিধা ও প্রণোদনা বিষয়ে তথ্যের যেসব ঘাটতি রয়েছে সেগুলো নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের আবেদন জানানো হয় সেমিনারে।

অগ্রগামীর সাথে একাত্মতা প্রকাশ করলেন নারী অংশীজনেরা

Previous article

মোবাইল ব্যাংকিং গ্রাহকরাও ঋণ পাবেন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *