উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

নিজেকে একজন প্রথম সারির ডিজিটাল উদ্যোক্তা হিসেবে দেখতে চান রিজওয়ানা নজরুল

0
272330988 680877346243908 7363009940946290634 n

উদ্যোক্তা জার্নালের বিশেষ আয়োজন ‘উদ্যোক্তার গল্প’-র আজকের পর্বে, অনলাইনে নিজের উদ্যোগ নিয়ে আলাপ করেছেন রিজওয়ানা নজরুল। চলুন শুনি তার উদ্যোগের সফলতার গল্প।

আমি রিজওয়ানা নজরুল। জন্ম ঢাকার মালিবাগে নিজেদের বাড়িতে। বেড়ে উঠেছি এখানেই। নিজে কিছু করার অনুপ্রেরণা ও উৎসাহ ছিল নিজের মধ্যেই। ছোটবেলা থেকেই ধ্যান ও জ্ঞান ছিল স্বাবলম্বী হয়ে উঠতে হবে।

পোশাক, শাড়ি, জুয়েলারি, বটুয়া পার্স ও হ্যান্ড পাপেট নিয়ে কাজ করছি। শুরুটা ছিল খুব স্বল্প পুঁজি নিয়ে। ৩ জনের যৌথ উদ্যোগে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে শুরু করেছিলাম।

272040676 1149184902529380 1691091711739043130 n 1

 

একজন উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথম পরিশ্রম করার মানসিকতা, লেগে থাকার প্রবণতা, সৃজনশীলতা এবং ক্রেতার চাহিদা অনুসারে বাজার যাচাই করার দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। বর্তমানে আমি একাই আমার উদ্যোগ নিয়ে চলছি।

চাকরি করা মানেই অন্যের অধীনে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলা। নিজের উদ্যোগকে নিয়ে নিজের ভিতরের সত্ত্বাকে যেভাবে তুলে ধরতে পারছি সেভাবে চাকরি করে নিজেকে খুঁজে পাওয়া সম্ভব হয়না বলেই আমি আজ ভিন্ন পথে হাটছি।

আমার প্রতিষ্ঠান AfRinaz আমার একটি ছোট্ট স্বপ্ন। একদিন এটি নিজে একটি স্থায়ী ঠিকানা পাবে, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে- এই স্বপ্ন দেখি আমি AfRinaz কে নিয়ে।

271888041 5116449288378818 3766588502069930576 n

 

বর্তমান প্রেক্ষাপটে নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে সরকারীভাবে যা প্রশংসনীয়। যদিও নারীদের প্রধান সমস্যা নিরাপত্তা যেটি এখনো আশাব্যঞ্জক নয়। তবে নারী উদ্যোক্তারা অনেকদূর এগিয়েছে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে যেটি খুব ভালো লাগে।

প্রতিবন্ধকতা বলতে সোর্সিং এর জন্য দূরবর্তী জায়গাগুলোতে যাওয়া সম্ভব হয়না এটি খুব পীড়াদায়ক। সেল আলহামদুলিল্লাহ প্রতি মাসে সন্তোষজনক। ক্রেতা রিভিউ এখন পর্যন্ত ভালো। নেগেটিভ রিভিউ খুব কম। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি সহযোগিতার জন্য আবেদন করিনি।

আমার প্রতিষ্ঠান এর অর্জন হচ্ছে YEESBD গ্রুপের মত উদ্যোক্তাবান্ধব গ্রুপে AfRinaz একটি স্বতন্ত্র পরিচয়ে পরিচিত হতে পেরেছে। ইনশাআল্লাহ AfRinaz কে সবাই একদিন এভাবেই চিনে যাবে।

271906778 1033213583900486 2661325098326904681 n 1

 

আমার প্রতিষ্ঠান নিয়ে আমার স্বপ্ন ভবিষ্যতে আমার একটি নিজস্ব দোকান থাকবে যেখানে অনলাইনের ক্রেতা দোকানে এসে পণ্য দেখে কিনে নিয়ে যেতে পারবে। আমি আরো স্বপ্ন দেখি যে আমার নিজস্ব ডিজাইনে প্রোডাকশন হবে প্রতিষ্ঠান থেকে। ৫ বছর পর নিজেকে একজন প্রথম সারির ডিজিটাল উদ্যোক্তা হিসেবে দেখতে চাই।

ডেল্টা ভ্যারিয়েন্টের জায়গা দখল করছে ওমিক্রন: স্বাস্থ্য অধিদপ্তর 

Previous article

শীতের তীব্রতা বাড়াতে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *