উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

নিজের উদ্যোগের পেইজটি হ্যাক হওয়ার পরও হাল ছাড়েননি শিরিন রহমান

0
sr

উদ্যোক্তা জার্নালের বিশেষ আয়োজন ‌‘উদ্যোক্তা গল্প’-র আজকের পর্বে, অনলাইনে নিজের উদ্যোগ নিয়ে আলাপ করেছেন লড়াকু একজন উদ্যোক্তা শিরিন রহমান। আজ শুনবো তার উদ্যোগের সফলতার গল্প।

আমি শিরিন রহমান, আমার জন্ম ও বেড়ে উঠা দুটোই নোয়াখালী জেলায়। আসলে আমি নিজে কখনো কিছু করবো সেরকম কোনো পরিকল্পনা ছিলোনা। শুধু ইচ্ছা ছিলো আমি পড়ালেখা করে একজন শিক্ষিত মানুষ হবো। কিন্ত ২০২০ সালে যখন চারদিকে করোনা মহামারি শুরু হয় তখন দেখলাম আমাদের দেশের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান অনলাইনে সার্ভিস দেওয়া শুরু করে। তখন আমি ঘরে বসেই অনলাইন পেইজের লাইভ দেখতাম এবং খুব উপভোগ করতাম। আমার কাছে খুব ভালো লাগতো অনলাইনের এই সার্ভিসগুলো, তখন আমি চিন্তা করলাম ঘরে বসেই এমন কি বিজনেস করা যায়? আর আমার পরিবারকে সময় দিয়ে আমার আরো কিছু সময় থাকে, যে সময়টাকে আমি কাজে লাগাতে পারি।

তখন আমি ভাবলাম আমি এমন কিছু করবো যা দ্বারা মানুষ উপকৃত হবে। আগে থেকেই আমার বিউটি প্রোডাক্টস এর প্রতি আগ্রহ বেশী, আর আমার বোন থাকে UK তে। যেহেতু UK এর বিউটি প্রোডাক্টসগুলো অনেক ভালো, এক্ষেত্রে আমি যদি আপুর মাধ্যমে UK থেকে বিউটি প্রোডাক্টস ইমপোর্ট করি এবং সেগুলো অনলাইনে একটা পেইজ খুলে সেল করি তাহলে ভালো সাড়া পাবো বলে আমার বিশ্বাস। যদিও আমাদের দেশে এখন ভেজাল পণ্য অনেক দেখা যায়, তাই আমি যদি অথেনটিক পণ্য মানুষের হাতে তুলে দিতে পারি তাহলে তারা উপকৃত হবে।

254332965 2710451299260809 7936340296466081414 n

এই বিষয়ে আমার স্বামীর সাথে আলোচনা করার পর তিনি আমার সাথে সহমত পোষণ করেন। তাতে করে আমার আগ্রহ আরো বেড়ে গেলো। সে তাগিদেই ২০২০ সালের নভেম্বর মাসে ওপেন করলাম আমার পেইজ “Beauty’s Glow”। আর সেই থেকেই আমার উদ্যোক্তা জীবন শুরু হয়।

আমি কাজ করছি বিউটি প্রোডাক্টস নিয়ে, যা আমি UK থেকে ইমপোর্ট করি। যেহেতু আমাদের দেশে এখন খাবার থেকে শুরু করে প্রসাধনী পন্য সব কিছুতেই ভেজালে সয়লাব, তার মাঝে আমার প্রতিষ্ঠান মানুষের হাতে তুলে দিচ্ছে শতভাগ অথেনটিক বিউটি প্রোডাক্টস।

btg

আমি যখন অনলাইন বিজনেস শুরু করি তখন অনেক চিন্তাই আমার মধ্যে ছিলো। যেমন আমাদের মধ্যে অধিকাংশই কম খরচে ভালো পণ্য কেনার চিন্তা করে, কিন্ত ভালো এবং কোয়ালিটিফুল প্রোডাক্টস কম খরচে পাওয়া যায়না। আর আমি যেহেতু UK থেকে প্রোডাক্টস ইমপোর্ট করি সেহেতু আমার প্রোডাক্টস খরচ পড়ে বেশি। যার কারনে প্রোডাক্ট মূল্যও বেশি পড়ে, কিন্তু ক্রেতাগণ কি বেশি দামে আমার থেকে ভালো পণ্য কিনবে?

এই দুশ্চিন্তা আমার মধ্যে ছিলো। তাই আমার শুরুটা চিন্তা দিয়েই শুরু হয়, কিন্ত আমি সাহস হারায়নি, আমি এটাও ভেবেছিলাম এখনো এমন মানুষ আছে যারা একটু বেশি মূল্যে হলেও ভালো পন্য নিতে চায়। শুরুতে আমার আত্মীয়স্বজনরা আমার থেকে পণ্য কিনতো, কারণ তারা জানতো আমি আমার প্রোডাক্টস UK থেকে ইমপোর্ট করি। পেইজে কাস্টমার তেমন ছিলোনা। আমার মূলধন সে সময় মোটামুটি ছিলো। সব প্রোডাক্টস যেহেতু আমার বোনের মাধ্যমে আসে, তাই উনিও আমাকে সব রকম সাপোর্ট দিয়েছিলেন।

271906213 335110958542906 8832335019855990250 n

আমার কাছে মনে হয় একজন উদ্যোক্তা হতে হলে প্রথমেই সুন্দর একটা পরিকল্পনার প্রয়োজন। তার পাশাপাশি সাহস, পরিশ্রম, নিজের উপর বিশ্বাস, এবং কিছুটা মূলধন প্রয়োজন। আমার যেহেতু অনলাইন বিজনেস, তাই এখন পর্যন্ত আমার বিজনেসের সকল কাজ আমি আর আমার স্বামী দুজন মিলেই করি।

আসলে আমি যখন পড়ালেখা করি তখন আমার শুধু এটাই ইচ্ছা ছিলো, একজন সুশিক্ষিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবো। যখন থেকে আমার মধ্যে কিছু একটা করার ইচ্ছা হলো, তখন চাকরি করা আমার পক্ষে সম্ভব ছিলোনা। তাছাড়া চাকরির প্রতি আমার কোন ভালো লাগাও ছিলোনা। অন্যের অধীনে না থেকে নিজে কিছু করতে চাই, তাই আমি এই বিজনেজ শুরু করি।

272182383 957650021788176 479263005663274026 n

আমার প্রতিষ্ঠান একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। পেইজের নাম “Beauty’s Glow”। যেখানে আমি সেল করি UK থেকে ইমপোর্ট করা গুনগত মানসম্পন্ন বিউটি প্রোডাক্টস।

বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপট নারীদের জন্য উপযোগী। মানুষ এখন নারীদের শুধু নারীই মনে করেনা, তারা হচ্ছে সহযোগী। তবে গ্রাম এলাকার নারীরা এই দিক থেকে পিছিয়ে আছে। আশা করি সময়ের সাথে সাথে সেখানেও পরিবর্তন আসবে।

271664669 1343302032783854 5635222736862771891 n 1

আমি যেহেতু অনলাইন বিজনেস করি সেক্ষেত্রে অনলাইনেই বড় একটি প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আসলে আমরা যারা অনলাইন বিজনেস করি তাদের অনলাইন পেইজটার উপরেই ব্যবসা পুরোপুরি নির্ভশীল। আমি আমার পেইজ ওপেন করি ২০২০ সালের নভেম্বর মাসে, যা ২০২১ সালের মাঝামাঝিতে এসে পেইজটা ভালো সাড়া পায়। ইতিমধ্যে পেইজে আমার অনেক কাস্টমার হয়ে যায়, কিন্ত হঠাৎ একদিন দেখি আমার পেইজ হ্যাক করা হয়েছে। পেইজের লাইক, কমেন্ট, পোস্ট এবং রিভিউ কিছুই নেই।

সাথে সাথে ভেঙে যায় আমার স্বপ্ন, এলোমেলো হয়ে যায় আমার সকল আশা, আমি খুব ভেঙে পড়ি, নিমিষেই শেষ হয়ে যায় আমার এতোদিনের পরিশ্রম। আজও আমি আমার আগের পেইজটা ফেরত পায়নি। জানিনা কে বা কারা আমার পেইজটা হ্যাক করেছিলো, কিছু দিন আমি নির্বাক ছিলাম। এভাবেই কেটে যায় অনেকদিন…!

272442407 410623337488476 4959856811551695419 n

তারপর ভাবি আবার শেষ থেকে শুরু করবো। সেই ভাবনা থেকেই “Beauty’s Glow” নামের এই পেইজটির মাধ্যমে যাত্রা শুরু করি। এখনো আমার আগের পেইজটাকে খুব মিস করি। আসলে মানুষ যা হারায় যদি তার চেয়ে বেশি কিছু পায়, তাহলে দুঃখটা কমে যায়। তবে আমি তা পাইনি, মানে আমার বর্তমান পেইজ থেকে সে রকম সাড়া পাচ্ছি না, কিন্ত আমার পরিচিতরা সবাই আমার রিপিট কাস্টমার হয়ে গেছে। যার কারনে আমি এই যুদ্ধে এখনো টিকে আছি।

সেল আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে চলছে। যেহেতু অধিকাংশই আমার রিপিট কাস্টমার, তাই আমি মনে করি আমার প্রতিষ্ঠানের সেবায় তারা সন্তুষ্ট বলেই রিপিট কাস্টমার হয়েছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোন সহযোগিতার প্রয়োজন হয়নি।

271933575 351168259917832 4531862482484374460 n

মানুষের বিশ্বাস আর নিজের প্রচেষ্টায় এখন পর্যন্ত টিকে আছি এটাই আমার প্রতিষ্ঠানের অর্জন। ভবিষ্যৎ পরিকল্পনা অথেনটিক প্রোডাক্টস মানুষের হাতে পৌছে দিয়ে বিজনেস কে আরো প্রসারিত করা। আগামী পাঁচ বছর পর আমাকে আমার স্বপ্ন পূরণের শেষ প্রান্তে দেখতে চাই।

ইলিয়াস কাঞ্চন সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জায়েদ খান

Previous article

তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বিশাল জয় পেলো ঢাকা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *