ব্যবসা-বাণিজ্যশীর্ষ সংবাদ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করবে সরকার

1
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করবে সরকার

দেশে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, গম (আটা ও ময়দা), ভোজ্যতেল (সয়াবিন ও পাম), পেঁয়াজ, চিনি, মসুর ডাল, এমএস রড ও সিমেন্ট।

আজ বুধবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়েছে, তারা এসব পণ্যের দাম নির্ধারণে সমিতি ও বড় প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠাচ্ছে।

এদিকে মঙ্গলবার এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ”ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেয়া হয়েছে, শুধু তেল নয়, আর সবগুলো (পণ্যের) দাম যুক্তিযুক্ত করা, যথাযথ দাম যা হওয়া হওয়া উচিত, সেটা বের করা, তাদেরকে সাথে নিয়ে, যারা এর সঙ্গে সম্পর্কিত। এটা যারা মানবে না, তাদের বিরুদ্ধে সোজাসুজি আইনি ব্যবস্থা নেয়া। ”

এদিকে ট্যারিফ কমিশনের একটি প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে গমের দাম এক বছরে আট শতাংশ বাড়লেও দেশের বাজারে খোলা ময়দা ও আটার দাম বেড়েছে ৬৭ শতাংশ। মসুর ডালের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে ২৯ থেকে ৩৯ শতাংশ বেড়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ”আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, যা গ্রহণযোগ্য নয়। বৈশ্বিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে এসব পণ্যের মূল্য অতিমাত্রায় বাড়ানো হয়েছে, যা হওয়া উচিত ছিল না। আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের দাম নির্ধারণ করে দিতে বলা হয়েছে। এরপর প্রতি মাসেই ট্যারিফ কমিশন এসব পণ্যের দাম ঘোষণা করবে।”

টিপু মুনশি বলেছেন, ”সরকার নির্ধারণ করে দেয়া দামের বাইরে কেউ পণ্য বিক্রি করলে শুধু জরিমানা নয়, এখন থেকে মামলাও করা হবে। এতদিন অভিযানের সময় জরিমানা করা হয়েছে। আমি বলেছি, টাকা জরিমানা বাদ, মামলা করে দেন। অন্যায় যারা করবে তাদের আদালতে পাঠাবো।”

 

জ্বালানি তেলের দাম পুনঃসমন্বয়ে অর্থনীতিতে চাপ কমবে

Previous article

অল্প মসলায় বেশি স্বাদের ইলিশ ভর্তা

Next article

You may also like

1 Comment

  1. […] প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “আমাদের মূল লক্ষ্য হল, জনগণের মৌলিক চাহিদা পূরণের […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *