জাতীয়খবর

নির্বাচন কমিশন আইন ক্ষমতা ধরে রাখার নতুন কৌশল :- রব

0
resize 350x230x0x0 image 163971 1643374492

নির্বাচন কমিশন আইন’ ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন একটা কৌশল মাত্র বলে মন্তব্য করছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

আ স ম রব বলেন, আইন প্রণয়ন করলে বা সংবিধানে নির্দেশনা থাকলেই ‘গণতন্ত্র’ ও ‘ভোটাধিকার’ সুরক্ষিত হয় না। গত কয়েক বছরে তা বহুবার প্রমাণিত।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করাটাকেই সরকার ‘অধিকার’ বলে মনে করে। নির্বাচন কমিশন আইন অতীতের কলঙ্কিত সার্চ কমিটিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে মাত্র, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনাও সৃষ্টি করেনি। এই আইনে জনগণের ভোটাধিকারের স্বপ্ন আরও তিরোহিত হয়েছে বলেও মন্তব্য করেন জেএসডি সভাপতি।

শূণ্য হাতে উদ্যোক্তা জীবন শুরু আইভি হোসেন’র

Previous article

আন্দোলনে নামার প্রস্তুতি বিএনপির

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *