বিনোদন

নিশো-সাবিলার ‘ক্রস কানেকশন’

0
afni

ক্রস কানেকশন শব্দটির মধ্যে এক ধরনের রোমান্টিক বিষয় লুকিয়ে আছে। বিশেষ করে নব্বই থেকে শূন্য দশকে ল্যান্ডফোনের দিনগুলোতে এভাবেই প্রেম হতো অহরহ। মুঠোফোন ম্যাসেঞ্জারের দৌলতে এখন আর সেই ক্রস কানেকশনের গল্প শোনা যায় না।

তবুও এই সময়ে এসে ক্রস কানেকশন ঘটে যায় আফরান নিশোর জীবনে। মুঠোফোনের অপরপ্রান্তে পেয়ে যান সাবিলা নূরকে। এমনই এক গল্প নিয়ে জাকারিয়া সৌখিন নির্মাণ করলেন নাটক ‘ক্রস কানেকশন’। পরিচালক জানান, প্রতি জন্মদিনেই তুর্য’র মন খারাপ থাকে। কারণ তাকে জন্ম দিতে গিয়েই তার মা মারা যায়।

তাই জন্মদিন এলেই তার বাবা তাকে বিভিন্নভাবে খুশি রাখার চেষ্টা করে। সেই চেষ্টায় কখনোই সফল হয়নি বাবা। কিন্তু এবার জন্মদিনে তুর্যকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে এনে বাবা অবাক, তুর্য’র মন ভালো হয়ে যায়! কারণ একটি মেয়ে!

মেয়েটিকে দেখে তুর্য প্রেমে পড়ে যায়। অনেক কষ্টে সে তার নম্বর ম্যানেজ করে। কিন্তু নম্বরটি ভুল। শেষের ডিজিট মিসটেকের কারণে অন্য মেয়ের সঙ্গে তার ফোনে প্রেম হয়ে যায়! এভাবেই মূলত গল্পের শুরু। এস কে সাহেদ আলী প্রযোজিত এই নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

অভিষেকেই চমক দেখালো স্বাধীনতা

Previous article

পোশাক বিতর্কে শ্রাবন্তী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *