বিনোদন

নেটফ্লিক্সকে সতর্ক করেছে সৌদি আরব

0
নেটফ্লিক্সকে সতর্ক করেছে সৌদি আরব

ইসলামি মূল্যবোধ অবমাননা করে এমন সমস্ত কন্টেন্ট নেটফ্লিক্সকে তাদের স্ট্রিমিং থেকে সরানোর দাবি জানিয়েছে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো।

সম্প্রতি সৌদি আরব সহ উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল বা জিসিসি জোটের দেশগুলোর (সৌদি আরব, ইউএই, কাতার, বাহরাইন, ওমান এবং কুয়েত) মিডিয়া নিয়ন্ত্রক সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে শিশুদের জন্য তৈরি একটি সিরিয়াল সহ নেটফ্লিক্সের বেশ কিছু সাম্প্রতিক কন্টেন্টে আঞ্চলিক আইন ভঙ্গ হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আকবরিয়ায় ‘জুরাসিক ওয়ার্ল্ড: ক্যাম্প ক্রেটাকিওয়াস’ নামে একটি অ্যানিমেশন সিরিয়ালের কিছু ক্লিপ অস্বচ্ছ করে দেখানো হয়েছে যেখানে দুজন তরুণীকে পরস্পরের প্রতি প্রেম প্রকাশ করতে এবং চুম্বন করতে দেখা যায়। এছাড়া বিতর্কিত ফরাসী চলচ্চিত্র কিউটিজের কিছু ফুটেজও প্রকাশ করা হয়।

সৌদি ঐ টিভির রিপোর্টে কিছু পর্যবেক্ষকের সাক্ষাৎকার নেয়া হয় যারা একই ধরনের অভিযোগ করেন এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ কৃষকের মৃত্যু

Previous article

রানি এলিজাবেথের শারীরিক অবস্থা সংকটাপন্ন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *