খবর

নড়াইলে মুক্তিযোদ্ধাদের জন্য ১১টি বীরনিবাস তৈরি হচ্ছে

0
images 8

চলতি ২০২১-২০২২ অর্থবছরে সরকারি অর্থায়নে নড়াইল সদর উপজেলায় ১ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ২০২ টাকা ব্যয়ে দু’নারী বীর মুক্তিযোদ্ধাসহ ১১ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১১টি বীরনিবাস তৈরি হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।

২ ফেব্রুয়ারি, ২০২২: সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ তিজার উদ্দিন, নড়াইল পৌরসভাধীন রতনগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা অর্পণা রানী, তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন, বাঁশগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা খোকন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রাহিলা বেগম, নড়াইল পৌরসভাধীন মহিষখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা খোকন চন্দ্র দেবনাথ, রঘুনাথপুর-ঘোড়াখালী এলাকার বীর মক্তিযোদ্ধা দুলাল চন্দ্র শীল, মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, একই ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদ, সলুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রজিত বিশ্বাস’র জন্য মোট ১১টি বীরনিবাস তৈরি করা হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত একতলা বিশিষ্ট ঘরে থাকছে দুটি বেড রুম, ১টি ড্রয়িং রুম, ১টি ডাইনিং রুম, বারান্দা, ২টি টয়লেট ও ১টি টিউবওয়েল।

‘নগদ’এর মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কারীর জন্য নতুন সেবা নিয়ে এলো বাংলাদেশ ফাইন্যান্স

Previous article

প্রযুক্তি উদ্ভাবন করে তা দ্রুত ছড়িয়ে দিতে হবে :- কৃষিমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খবর