আন্তর্জাতিকখবর

পাকিস্তানে বন্যার পর এবার ডেঙ্গুর উপদ্রব

1
pakistan fool 1

পাকিস্তানে বন্যার মধ্যেই ডেঙ্গু, ম্যালেরিয়া ও মারাত্মক গ্যাস্ট্রিক সংক্রমণের কথা জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্য অধিদপ্তর।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, জমে থাকা পানির পাশে এখনও বাস্তুচ্যুত মানুষ বাস করছে। ডেঙ্গু জ্বরে এরই মধ্যে মানুষ মারা যাচ্ছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

আরও পড়ুনঃ তুরস্কে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ৬ জনের মৃত্যু

দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা ৩ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন। এখন পর্যন্ত মারা গেছে কমপক্ষে নয়জন। তবে প্রকৃত পরিস্থিতির তুলনায় এ সংখ্যা কম হতে পারে বলে মনে করা হচ্ছে। গবেষণাগারে নমুনা পরীক্ষায় প্রায় ৮০ শতাংশেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে বলে জানান গফুর।

উল্লেখ্য, পাকিস্তানজুড়ে কয়েক হাজার গ্রাম এখনও পানির নিচে। গত জুনের মাঝামাঝি সময় থেকে বন্যার কবলে পড়ে পাকিস্তানের এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে। প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় এখনও উদ্ধার অভিযান চলছে। এর মধ্যেই ডেঙ্গু, ম্যালেরিয়া ও মারাত্মক গ্যাস্ট্রিক সংক্রমণের কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

পরিত্যক্ত জমিতে লেবুবাগান, বছরে আয় লাখ টাকা

Previous article

৫০ হাজার টাকা বিনিয়োগ করে ৩ লাখ টাকার আতা বিক্রি

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *