মতামত

পেঁপের বীজ খাওয়ার যে ৯টি উপকারীতা অনেকেরই অজানা

0
papaya 1 20210316130855

অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন, কিন্তু এর বীজ ফেলে দেন। পেঁপের বীজে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ও ঔষধি গুণাবলী যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। জেনে নিন পেপের বীজ খাওয়ার ৯টি আশ্চর্যজনক উপকারিতা-

১) লিভার ডিটক্সিফিকেশন

পেঁপের বীজে থাকা এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভার থেকে টক্সিন দূর করে এবং ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সাহায্য করে।

২) পাচনতন্ত্রের উন্নতি

পেঁপের বীজে প্যাপাইন নামক এনজাইম থাকে, যা প্রোটিন হজমে সাহায্য করে, গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

৩) কিডনি সুরক্ষা

এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান কিডনি স্টোন ও ইনফেকশন প্রতিরোধে ভূমিকা রাখে।

৪) পরজীবী নাশক

পেঁপের বীজে কার্পাইন নামক যৌগ রয়েছে, যা অন্ত্রের কৃমি ও পরজীবী ধ্বংস করে। এক চা চামচ বীজ গুঁড়ো করে গরম পানির সাথে খেলে উপকার মিলবে।

৫) রক্তচাপ নিয়ন্ত্রণ

পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ পেপের বীজ উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক।

আরও পড়ুনঃ উদ্যোক্তা জীবনে আত্মবিশ্বাস : জয়া মাহবুব

৬) ইমিউনিটি বুস্টার

ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৭) ওজন কমাতে সাহায্য করে

ফাইবার ও কম ক্যালোরিযুক্ত পেপের বীজ মেটাবলিজম বাড়ায় এবং অতিরিক্ত ফ্যাট জমতে বাধা দেয়।

৮) ত্বক ও চুলের যত্ন

অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ব্রণ ও বলিরেখা কমায়, চুলের গোড়া শক্ত করে। বীজ গুঁড়ো করে মধুর সাথে ম্যাসাজ করলে ভালো ফল মেলে।

৯) ক্যান্সার প্রতিরোধে ভূমিকা

লাইকোপিন ও আইসোথায়োসায়ানেট ক্যান্সার সেল বৃদ্ধি রোধে সাহায্য করে, বিশেষ করে প্রোস্টেট ও ব্রেস্ট ক্যান্সারে।

কিভাবে খাবেন?

– কাঁচা বীজ সরাসরি চিবিয়ে খেতে পারেন।
– শুকিয়ে গুঁড়ো করে সালাদ, স্মুদি বা দইয়ে মিশিয়ে নিন।
– প্রতিদিন ১ চা চামচের বেশি না খাওয়াই ভালো, কারণ অতিরিক্ত খেলে পেটে অস্বস্তি হতে পারে।

সতর্কতা: গর্ভবতী নারী ও যাদের পেপেতে অ্যালার্জি আছে, তাদের এড়িয়ে চলা উচিত।

পুষ্টিগুণে ভরপুর পেঁপের বীজ ফেলে না দিয়ে আজই ডায়েটে যোগ করুন এবং সুস্থ থাকুন!

উজা/মাসুদুজ্জামান রাসেল

চালের দাম যা কমে বাড়ে তার চেয়ে বেশি

Previous article

বাংলাদেশ এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ : এডিবি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *