বিনোদন

প্রকাশ পেলো শ্রীকান্ত আচার্য’র নতুন গান

0
srkn

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেলো উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য’র নতুন গান ও ভিডিও। এর শিরোনাম ‘আমি সুনীল বলছি’। লেখক, গীতিকবি স্যামুয়েল হক’র কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন মুনতাসির তুষার। মিউজিক প্রোগ্রামিং ও মিক্স মাস্টারে ছিলেন সালমান জেইম।

গানটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে থেকে প্রকাশ পেয়েছে। গানটির গল্পনির্ভর ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের জমিদার বাড়ি এবং এর আশপাশের নয়নাভিরাম স্থানে। এতে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’ খ্যাত নায়ক আবু হুরায়রা তানভীর ও শারমিন আঁখি। তাদের পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকজন।

শ্রীকান্ত আচার্যের উপস্থিতিও আছে এতে। ভিডিও নির্মাণ করেছেন শিহাব শিকদার। নিজ কণ্ঠের গান ‘আমি সুনীল বলছি’ প্রসঙ্গে শ্রীকান্ত আচার্য বলেন, এটি একটি ঐতিহাসিক প্রেমের গান। যে গানের নায়ক নন্দিত কবি, ঔপন্যাসিক ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। কবি এ গানে তার নায়িকা মনীষার বর্ণনা করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানের পাশাপাশি পরিস্থিতির কথা তুলে ধরেছেন। গানটি শুনলেই শ্রোতারা তা বুঝতে পারবেন।

তিনি আরও বলেন, এ গানের বিশেষত্ব হচ্ছে, এ ধরনের গীতিকবিতা নিয়ে কাজ করার লেখক খুব বেশি নেই। তাই, এ গানের গীতিকবি স্যামুয়েল হককে শ্রদ্ধা জানাতেই হয়। সত্যিই, গানের গল্পটা বেশ মুগ্ধ করেছে আমায়। গানের কথার পাশাপাশি মুনতাসির সুরও করেছেন অসাধারণ। প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের সিএল লেনের ‘স্টুডিও ভাইব্রেশন’ এ গানটিতে কণ্ঠ দেন নন্দিত সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য।

সংগীতশিল্পী পুতুল মা হচ্ছেন

Previous article

প্রসেনজিৎ-ঋতুপর্ণা আবারো জুটি বাঁধছেন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *