জাতীয়রাজনীতি

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়:- সুজিত রায় নন্দী

0
received 999769587244242

জাতীয় প্রতিবন্ধী ফোরাম, জাতীয় প্রতিবন্ধী ক্রিয়া সমিতি ও প্রশিসেস আয়োজনে এটিএন বাংলা প্রতিবন্ধী শিশুদের নিয়ে “ অন্য আলোর গল্প” শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, অনুষ্ঠানটি এটিএন বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিল্পীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের অভিভাবকগণসহ প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান উপস্থিত ছিল। সকলেই করোনা কালীন সময়ের সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান উপভোগ করেন।

প্রতিবন্ধী অটিজমসহ সকলের উন্নয়ন এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাথে যুক্ত হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সুজিত রায় নন্দী।

তিনি এই করনাকালে অসহায় পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের জন্য বেশি বেশি কাজ করা প্রয়োজন বলে মনে করেন এবং যুগোপযোগী প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ বাস্তবায়নের জন্য তিনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাথে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সুজিত রায় নন্দী বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা এখন অনেক কিছু করতে পারে, তারা সমাজের বোঝা নয় এবং দেশের উন্নয়ন কর্মকান্ডে তাদের অংশীদারিত্ব অর্জন করার জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ তৈরিতে প্রতিবন্ধীরাও অবদান রাখবে বলে বিশ্বাস করি।

প্রতিমাসে এটিএন বাংলায় এই অন্য আলোর গল্প অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

Previous article

বাংলাদেশের মাটির স্বাস্থ্য রক্ষা ও টেকসই ব্যবহার অনেক চ্যালেঞ্জিং:- কৃষিমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *