তথ্য ও প্রযুক্তিবিজ্ঞান

প্রথমবারের মতো ব্ল্যাকহোলের দেখা মিললো ​​​​​​​মিল্কিওয়ে-তে

0
milkiway

মহাকাশ বিজ্ঞানীদের কাছে প্রথমবারের মতো মিল্কিওয়েতে ধরা পড়ল ব্ল্যাকহোল। অস্পষ্টভাবে সেই পিণ্ড ভেসে উঠেছে ছবিতে। বিজ্ঞানীদের দাবি, প্রতিটি সৌরজগতে এমনকি আমাদের সৌরজগতের কেন্দ্রেও এমন ব্ল্যাকহোল রয়েছে।

‘মিল্কিওয়ে’-এর বুকে লেগে থাকা ব্ল্যাকহোল! এমন গায়ে শিহরণ জাগানো ছবি প্রথমবার উঠে এলো বিশ্বের বিজ্ঞানীদের সামনে। অনেকেই এই আবিষ্কারের উত্তেজনার মাঝে কী দেখে ফেলছেন তা বিশ্বাসই করতে পারছিলেন না! মহাশূন্যের ভেতর যে বিষয়টির অনুসন্ধান চলছিলো বহু দিন ধরে, তার একাংশ যেনো আজ সত্যি হয়ে উঠল। ‘মিল্কিওয়ে’-এর অভ্যন্তরে প্রথমবার ‘ব্ল্যাক হোল’-এর ছবি ধরা পড়ল। যা পদার্থবিদ্যার জগতে একটা বড়সড় ঘটনা।

ছবিতে দেখা ওই পিণ্ড যেন এক প্রকাণ্ড আলোক। যার অনেকটাই অস্পষ্ট। এমনই এক ছবি উঠে এসেছে মহাকাশ বিজ্ঞানীদের গবেষণায়। মিল্কিওয়ের মধ্যে ব্ল্যাকহোল ধরা পড়ার ঘটনা এটাই প্রথম।

বিজ্ঞানীদের দাবি, সব কয়টি সৌরজগতে এমনকি আমাদের সৌরজগতের কেন্দ্রেও এমন ব্ল্যাকহোল রয়েছে। যার মধ্য দিয়ে যেতে পারে না পদার্থ ও আলো। এমন এক অস্তিত্বের ছবিকে ধরা নিঃসন্দেহে একটি বড় বিষয় ছিল।

ইভেন্ট হরাইজন টেলিস্কোপ কোলাবোরেশনের পক্ষ থেকে সম্প্রতি এই ছবি প্রকাশ করা হয়েছে যা হতবাক করেছে গোটা বিশ্বকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

হালনাগাদ হচ্ছে ফেসবুকের প্রাইভেসি পলিসি

Previous article

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন আব্দুর রউফ তালুকদার

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *