আন্তর্জাতিকখবর

প্রথম ভোটারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের নির্বাচন কমিশন

0
প্রথম ভোটার

স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগির মৃত্যুতে শোকবার্তায় দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নেগির গণতন্ত্রের ওপর আস্থা মুগ্ধ করার মতো, তার মৃতুতে আমরা শোকস্তব্ধ।

ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌরে নিজ বাড়িতে মারা গেছেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ১০৬ বছর।

শ্যামশরণ নেগির জন্ম ১৯১৭ সালের ১ জুলাই হিমাচল প্রদেশে। জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কল্পা গ্রামে স্কুল শিক্ষক হিসেবে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে স্বাধীন ভারতে প্রথম ভোট হয়। সেই বছর ২৫ অক্টোবর দেশের প্রথম নাগরিক হিসাবে ভোট দেন নেগি।

দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (৫ নভেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে দেশটির নির্বাচন কমিশন জানায়, গত ৩ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে শেষ ভোট দিয়েছিলেন তিনি। কয়েক দিন ধরেই বার্ধক্যজনিক অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ।

আরও পড়ুন : বাংলার প্রথম সিরিয়াল কিলার

পশ্চিমাদের তুলনায় এশিয়া ও আফ্রিকায় মাইগ্রেনের হার কম

Previous article

৮৫ বছর পর পাওয়া গেল বিখ্যাত আলোকচিত্রীর ক্যামেরাটি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *