ই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠন

প্রাণবন্ত আড্ডায় অনুষ্ঠিত হলো ই-ক্যাব ইয়ুথ ফোরাম মিটআপ-২০২২

0
316282958 3518600938278430 2349509935030332744 n

প্রায় দুই বছর পর প্রাণ ফিরে ফেলো ই-ক্যাব ইয়ুথ ফোরাম! নবগঠিত কমিটির সার্বিক তত্ত্বাবধানে ধানমন্ডির আড্ডা মাল্টি কুইজিন রেষ্টুরেন্টে ই-কমার্স খাতে তরুণ ব্যবসায়ীদের সবরকমের সাহায্য প্রদান করার লক্ষে এবং নেটওয়ার্কিং বৃদ্ধির সংকল্প নিয়ে এই মিটআপ অনুষ্ঠিত হয়।

ই-ক্যাব ইয়ুথ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স খাতের ৬০ জনেরও বেশি তরুণ উদ্যোক্তা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণ উদ্যোক্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ই-ক্যাব ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও ই-ক্যাবের ফাইনান্স সেক্রেটারি আসিফ আহনাফ, ই-ক্যাব ইয়ুথ ফোরামের ডিরেক্টর ইনচার্জ ও ই-ক্যাবের পরিচালক অর্ণব মুস্তফা।

316548605 691415402419376 514854943098475702 n এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, স্টিডফাস্ট কুরিয়ারের ব্যবস্থাপনা পরিচালক রিদওয়ানুল বারী জিওন ও ই-ক্যাবের মেম্বার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান মামুন।

আরও পড়ুনঃ ই-ক্যাবের কর্মশালায় আগামী এক বছরের জন্য ‘ইয়ুথ ফোরাম’র কর্ম পরিকল্পনা

আরো উপস্থিত ছিলেন ই-ক্যাব ইয়ুথ ফোরামের নব গঠিত কমিটির ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবির রাজিব, মেম্বার সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান রাসেল, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি রেইন আনাম, ইনস্টিটিউট সেক্রেটারি সিহাব আহম্মেদ স্বাধীন, উইমেন এমপাওয়ারমেন্ট সেক্রেটারি রিনা আক্তার, পিআর এন্ড মিডিয়া উইং রোজিনা রোজী, কন্টেন্ট এন্ড ক্রিয়েটিভ উইং আবু মুসা, ব্র্যান্ডিং এন্ড কন্টেন্ট উইং সাইমুম সালেহীন, কোর টিম মেম্বার মামুন হোসেনসহ আরো অনেকে।

উদ্যোক্তা মেলার পুরান ঢাকা মিটআপ সম্পন্ন

Previous article

বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *