তথ্য ও প্রযুক্তি

ফেসবুক প্রফেশনাল মুড কি?

0
fb

ফেসবুক এবার প্রফেশনাল মুড নামের নতুন একটি আপডেট এনেছে। তা ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করেছে। বলা হচ্ছে, এই আপডেটের ফলে প্রতিটি ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজের মতো দেখা যাবে। এতে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকেও টাকা আয় করা যাবে।

ফেসবুকের এই প্রফেশনাল মুড অনেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্রিয়েটর মুডের মতোই। এটি এক প্রকার ফেসবুক প্রোফাইলকে পেজে পরিবর্তন করা। অর্থাৎ ফেসবুক পেজে আমরা যেসব টুলস দেখতে পাই, ফেসবুক প্রফেশনাল মুড চালু করার ফলে ব্যক্তিগত প্রোফাইলেও একই রকম টুল দেখা যাবে।

দেখতে অনেকটা ফেসবুক পেজের মতো মনে হবে। এমনকি ফেসবুক পেজ থেকে যেমন টাকা আয় করা যায়, তেমনি ফেসবুক অ্যাকাউন্টকে প্রফেশনাল মুডে পরিবর্তন করে টাকা আয় করা যাবে। তবে অবশ্যই ফেসবুক পেজ ও প্রোফাইলের মধ্যে একটি নির্দিষ্ট পার্থক্য থাকবে। এখন কথা হলো, ফেসবুক প্রফেশনাল মুড কীভাবে চালু করতে হয়?

প্রথমত, ফেসবুক এখনো সবার জন্য এটি উন্মুক্ত করেনি। তাই সবার অ্যাকাউন্টে এ আপডেট আসবে না। এক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে। তবে ফেসবুক জানিয়েছে, ধীরে ধীরে সব অ্যাকাউন্টে ফিচারটি সচল করে দেওয়া হবে। এটি চালু করার জন্য নির্দিষ্ট সেটিংস নেই। যারা এই ফিচারের জন্য প্রযোজ্য বা যেসব অ্যাকাউন্টে এ ফিচার চালু করা হয়েছে, তাদের কাছে ফেসবুক থেকে ইতোমধ্যে নোটিফিকেশন পাঠানো হয়েছে।

সহজেই নোটিফিকেশনটি চেক করে সেখান থেকে ফেসবুক প্রফেশনাল মুড চালু করা যাবে। যদি আপনি নোটিফিকেশন না পেয়ে থাকেন বা নোটিফিকেশন ডিলিট করে ফেলেন, তাহলেও কোনো সমস্যা নেই। যদি আপনি এই আপডেটের জন্য উপযুক্ত হয়ে থাকেন, তাহলে অ্যাকাউন্টের প্রোফাইল থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন। এখান থেকেই পেয়ে যাবেন মুড চেঞ্জ করার অপশন।

এইচএসসির ফরম পূরণের সময়সীমা আবারও বাড়লো

Previous article

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *