বিনোদন

বর্ষীয়ান অভিনেতা মাসুম আজিজ ক্যান্সারে আক্রান্ত

0
masumaz

এবছর একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছেন। গত মাসে তার ক্যান্সার ধরা পড়ে। ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে কেমো ও রেডিওথেরাপি।

মোট ৮টি কেমোথেরাপি ও ৩০টি রেডিওথেরাপি তাকে দিতে হবে। এরমধ্যে তিনি ৩ বার কেমোথেরাপি নিয়েছেন। রেডিওথেরাপি দেওয়া হয়েছে ১৩ বার। মাসুম আজিজ বলেন, আমার লড়াই এখন ক্যানসারের সঙ্গে। জিতবো কিনা জানি না। তবে তার মাঝে রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক পেয়ে আমি অভিভূত।

তিনি বলেন, চিকিৎসা চালাতে কিছুটা আর্থিক সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত ৯ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসক বলেছেন আনুমানিক ১৬ লাখ টাকা খরচ হবে। একুশে পদকপ্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আমি সারাজীবন নাটক ছাড়া কিছু করিনি। আবার যেটুকু করেছি তার জন্য কারও কাছে কোনও পুরস্কার বা কিছু চাইনি। তাই রাষ্ট্র যখন নিজ থেকে আমাকে এটা দিচ্ছে, তা আমার জন্য বিশেষ কিছু। কতটা বিশেষ এটা বলে বোঝাতে পারবো না।

পোশাক বিতর্কে শ্রাবন্তী

Previous article

যে কারণে গুরুত্বপূর্ণ ​​​​​​​সঙ্গীকে উপহার দেওয়া

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *