জীবনযাপন

বাড়িতে পড়ার ঘর কে সাজিয়ে তুলুন অন্য আঙ্গিকে

0
homed

বাড়ির এই একটি ঘর, যেখানে ঢুকলে যাবতীয় চিন্তা-উদ্বেগ কমে। একমনে কাজ করা হোক কিংবা পছন্দের বই পড়া, পড়ার ঘরের আমেজটাই আলাদা। বাড়ির মধ্যে এই একটি ঘর, যেখানে একবার পা রাখলেই যাবতীয় চিন্তা-উদ্বেগ যেনো এক নিমেষে উধাও হয়ে যায়।

বাড়িতে বসে একমনে অফিসের কাজ করতে গেলেও ভরসা এই ঘরই। আবার যখন একান্তে বইয়ের পাতায় ডুব দিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করে, তখনও এই ঘরের চেয়ে ভালো বিকল্প কোনও কিছু হতে পারে কি? পছন্দের ঘরকে অভিনব আঙ্গিকে সাজিয়ে তুলে একটি নতুন চেহারা কিন্তু দিতেই পারেন।

কী ভাবে নতুন রূপে সাজাবেন পড়ার ঘর?

১. ঘরের কোণের কোনও দেওয়াল ফাঁকা পড়ে রয়েছে? তাহলে সেই কোণকে সাজান কিছু পছন্দের উদ্ধৃতি দিয়ে। তা গান হতে পারে, হতে পারে কবিতাও, যা দেখলেই মন ভাল হয়ে উঠতে বাধ্য!

২. ঘরের কোথাও কি একটু গাঢ় রং করিয়ে ফেলেছিলেন? পড়ার ঘর এমনই হওয়া উচিত, যা সবসময় আমাদের মন কে তরতাজা রাখবে। যে রং সহজেই মন ভাল করে দেয়, গাঢ় রং মুছে এই রকম রং করিয়ে নিন।

৩. ঘরের মেঝেটাও সুন্দর লাগতে হবে তো! পড়ার ঘরের জন্য কিনতে পারেন জ্যামিতিক মোটিফের কার্পেট কিংবা অন্যরকম নকশার মাদুর।

শহীদ এড. মোশারফ হোসেনের ৪৮তম হত্যা দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

Previous article

জাতীয় পার্টি কোন জোট নিয়ে ভাবছে না:- মুজিবুল হক চুন্নু এমপি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *