উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষ

0
বস্তায় আদা চাষ

চাষের জমি নেই, তাতে কি? ইচ্ছা থাকলে উপায় হয়। দিনাজপুরে বাড়ির আশে-পাশে বা আঙিনায় বস্তায় আদা চাষ শুরু করেছেন অনেকে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় পরিবারের খরচ মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তারা।

দিনাজপুরের কাহারোলসহ বিভিন্ন উপজেলার পূর্ব সুলতানপুর তরঙ্গ অফিসের দক্ষিন পাশ্বে আকাশ মনি গাছের নীচে বস্তায় আদা চাষ করে লাভবান হয়েছেন পূর্ব সুলতানপুর গ্রামের অবিনাশ দেবশর্মা।

দেবশর্মা ১৭০ বস্তায় আদা চাষ করেছেন। রোগ বালাইয়ের ঝামেলা না থাকায় গাছগুলো হৃষ্টপুষ্ট হয়েছে। প্রতিটি বস্তায় ২ কেজি করে আদা ফলনের আশা তার।

অবিনাশ জানান, আমার কোন জায়গা নেই। তাই ৫ শতক জমিতে ১৭০ বস্তায় আদা চাষ করেছি। বস্তা, আদা, জৈব সার, রাসায়নিক ও পরিচর্যাসহ প্রতি বস্তায় খরচ হয়েছে ৩৫ টাকা। আগামী ডিসেম্বর ও জানুয়ারী মাসে এই আদা তোলা হবে।

কাহারোলে অন্তত ১৫ জন কৃষক এই বস্তায় আদা চাষ শুরু করলেও দিন দিন তা বাড়ছেই বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক।

তিনি বলেন, যাদের জমি নেই কিন্তু বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা আছে বা আঙ্গিনায় আদা চাষে সকল প্রকার সহযোগিতায় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করছেন।

আরও পড়ুন: বিদেশেও অবদান রেখে চলেছেন নারী উদ্যোক্তারা : স্পিকার

সোমবার ৫০০ টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক

Previous article

মেসি-নেইমারের চেয়ে এমবাপ্পের আয় প্রায় দিগুণ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *