খেলা

বিকেলে চট্টগ্রাম পৌঁছেই অনুশীলনে নামছে টাইগাররা

0
tmms

বিপিএলের ব্যস্ততা শেষে এবার জাতীয় দলের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ। রবিবার সকালে চট্টগ্রামে গিয়ে বিকেলেই অনুশীলন করবে তামিম ইকবালের ওয়ানডে দল। টাইগারদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলতে অনেক আগেই পৌঁছে গেলো আফগানরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের জন্য আজ (রবিবার) চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে শনিবার করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দিয়ে হাতে নেগেটিভের সনদ নিয়ে আজ রবিবার সকাল ৮টায় চট্টগ্রামের বিমান ধরার কথা বাংলাদেশ দলের।

তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সকালে চট্টগ্রাম পৌঁছে বিকেলেই অনুশীলন করবে। বিকেল ৩টায় অনুশীলনের সূচি আছে টাইগারদের। ফ্লাড লাইটের আলোর নিচে এই অনুশীলন চলবে সন্ধ্যা ৬টা অবধি। তবে প্রথমদিনের অনুশীলনে দেখা মিলবে না সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এর। কারণ বিপিএলের ফাইনাল খেলায় বাড়তি একদিনের বিশ্রাম পেয়েছেন ওয়ানডে দলের পাঁচ ক্রিকেটার। তারা হলেন; সাকিব, মুস্তাফিজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয় এবং লিটন কুমার দাস।

বাংলাদেশ দল অনুশীলনের নামার আগে একই ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান। সকাল ১০টায় শুরু হবে তাদের এই অনুশীলন পর্ব। তবে পাকিস্তান সুপার লিগ খেলে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি রশিদ খান ও রহমতউল্লাহ গুরবাজ। আজই চট্টগ্রামে টিম হোটেলে ওঠার কথা আছে তাদের।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। দিবা-রাতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। সফরের দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে। প্রথম ম্যাচ ৩ মার্চ ও শেষটি ৫ মার্চ।

স্বনামধন্য অভিনেত্রী ডলি জহুর করোনায় আক্রান্ত

Previous article

তেলে জলে মিশতে সাহায্য করে সূর্যালোক! বাঁচবে কি সমুদ্রের বাস্তুতন্ত্র?

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in খেলা